গুরাপ থানার মাঝিনান এলাকায় প্রাইভেট গাড়িটি একটি লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। তারপরেই পিছন থেকে আরেকটি লরি সেই প্রাইভেট গাড়িটিকে গিয়ে চেপে দেয়। পথ দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। ঘটনার পরেই আসে পুলিশ।
আরও পড়ুনঃ মাঠে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের
advertisement
পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনায় মৃত ওই তিনজনই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বিজলী ঘোষ ও রণজিৎ মন্ডল তারা দুজন ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। সেখান থেকে ডাক্তার দেখিয়ে মঙ্গলবার ভোরেই তারা কলকাতা বিমান বন্দরে ফেরেন।
আরও পড়ুনঃ ছেড়ে দেওয়া লঞ্চে লাফ দিয়ে উঠতে গিয়ে এ কী হল পড়ুয়ার, হুগলিতে ঘটে গেল মারাত্মক ঘটনা
সেখান থেকে প্রাইভেট গাড়ি করে নিজের বাড়ি ফেরবার সময় ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত গাড়ি চালক বেচু ঘোষ তিনিও একই এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে গ্রামীন পুলিশের আধিকারিকরা উপস্থিত হয়। গ্যাস কাটার দিয়ে গাড়িটির একাধিক অংশ কেটে গাড়ি থেকে তিনজনকে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে পথ দুর্ঘটনায় তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসরা।
রাহী হালদার