Bitten by a snake: মাঠে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের 

Last Updated:

চাষের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত ওই ব্যক্তির নাম গুণধর খাঁ, বয়স আনুমানিক ৬৩ বছর।

গোঘাট: চাষের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত ওই ব্যক্তির নাম গুণধর খাঁ। বয়স আনুমানিক ৬৩। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের দেবখন্ড এলাকায়। জানা যায় গুণধর বাবু সকালে মাঠের কাজ করতে গিয়েছিল, ঠিক সেই সময়ই অসাবধানতার ফলে সাপ কামড়ে দেয় তাকে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা চিৎকারের আওয়াজ শুনে ছুটে যায়। তারা গুণধর বাবুকে দেখে আহত অবস্থায় মাঠে পড়ে রয়েছে। তারা সাপের কামড় বুঝতে পেরে তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তির জন্য ব্যবস্থা করে।
স্থানীয়রা জানান, গুণধর বাবুর সকালে মাঠে জমিতে ঘাস পরিষ্কার করতে গিয়েছিলেন ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি স্থানীয়রা বুঝতে পেরে তার কাছে ছুটে যান। সঙ্গে সঙ্গে তারা দেখে সাপ কামড়ায়। তাদের প্রচেষ্টায় হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা করা গেল না গুণধর বাবুকে।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজও মাঠে কাজ করতে গিয়েছিল। সেই সময় অসাবধানতা জেরে এই দুর্ঘটনা বলে জানায়। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া মাত্রই ছুটে গেলেও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে।
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/হুগলি/
Bitten by a snake: মাঠে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement