Hooghly News: ছেড়ে দেওয়া লঞ্চে লাফ দিয়ে উঠতে গিয়ে এ কী হল পড়ুয়ার, হুগলিতে ঘটে গেল মারাত্মক ঘটনা
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: স্থানীয় সূত্রে খবর, দুপুর আড়াইটা তিনটা নাগাদ স্কুলের পোশাক পরে ৮ জন লঞ্চ পেরিয়ে এসেছিল উত্তরপাড়ায়।
হুগলি: বন্ধুদের সঙ্গে স্কুল থেকে পালিয়ে ঘুরতে এসেছিল উত্তরপাড়ায়। সেখান থেকেই বাড়ি ফিরবার সময় লঞ্চ ধরতে গিয়ে গঙ্গায় পড়ে নিখোঁজ এক স্কুল পড়ুয়া। নিখোঁজ ওই স্কুল পড়ুয়া আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। ছাত্রের নাম মলয় প্রামানিক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ।
স্থানীয় সূত্রে খবর, দুপুর আড়াইটা তিনটা নাগাদ স্কুলের পোশাক পরে ৮ জন লঞ্চ পেরিয়ে এসেছিল উত্তরপাড়ায়। সেখানেই তারা গঙ্গার পাড়ে বসে মদ্যপান করে। বৃষ্টির কারণে নৌকা ছাড়তে দেরি হওয়ায় ৮ জনের মধ্যে দু’জন সিগারেট কিনতে যায় দোকানে। তখনই লঞ্চ ছেড়ে দিলে তাঁরা দৌড়ে লঞ্চ ধরতে আসলে ঘটে বিপদ। একজন জেটি থেকে ঝাঁপ মেরে নৌকা ধরতে গেলে সে গঙ্গায় পড়ে যায় তারপর থেকেই নিখোঁজ হয় ওই স্কুল পড়ুয়া।
advertisement
advertisement
স্কুল পড়ুয়াকে বাঁচাতে জলসাথীর এক কর্মী বিক্রম সিং জলে ঝাঁপ দিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাননি। এখনও পর্যন্ত ওই পড়ুয়ার খোঁজ চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনাটি ঘটেছিল যিনি লঞ্চ চালাচ্ছিলেন তাঁর চোখের সামনে। এই বিষয়ে ওই স্টিমারের চালক গৌতম দাস বলেন, নৌকার জেটিতে বসেই ওই স্কুল পড়ুয়ারা মদ্যপান করছিল। নিজেদের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল যাত্রীরাও।
advertisement
আরও পড়ুন-প্রচণ্ড গরমে তেষ্টা মেটাতে ‘ফটাস জল’ আজও জনপ্রিয় পানীয়
নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়া হলে লঞ্চে আট বন্ধুর মধ্যে ছ’জন উপস্থিত ছিল। বাকি দু’জন উপরে গিয়েছিল সিগারেট কিনতে। লঞ্চ ছাড়া হচ্ছে দেখে তাঁরা দৌড়ে লঞ্চটি ধরতে ধরতে যায়। ততক্ষণে জেটি ছেড়ে দিয়েছিল লঞ্চটি। ঝাঁপ মেরে লঞ্চ ধরতে গেলে নৌকা ও জেটির মধ্যে গঙ্গায় পড়ে যায় ওই স্কুল পড়ুয়া। তারপর তাঁকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও কোন হদিশ মেলেনি এখনও।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 9:19 PM IST