TCS Job: নিয়োগে কোনও দুর্নীতি হয়নি, সংস্থার কেউ জড়িত নন, দাবি টিসিএস-এর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
TCS Job Scam Allegation: শোনা গেল যে এই সংস্থায় কাজ পাওয়ার জন্য অনেকেই না কি উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের টাকা দিয়ে থাকেন। জবাব দিল টিসিএস।
কলকাতা: স্বচ্ছ নিয়োগ বলে আসলে যে কিছু হয় না, এরকম একটা অভিযোগ সমাজের সব কর্মক্ষেত্রেই শোনা যায়। বলা হয়, আগে থেকেই লোক ঠিক করা থাকে, নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউ বা পরীক্ষা- এই সবই আদতে চোখে ধুলো দেওয়া। এ হেন অভিযোগও শোনা যায় যে মোটা অঙ্কের টাকা দিতে পারলেই কাজ পাওয়া যায় নানা দফতরে। তবে এই সবই কানাঘুষো হয়েই থেকে যায়। টাটা কনসালটেন্সি সার্ভিস, সংক্ষেপে টিসিএস-এর ক্ষেত্রে বিষয়টা এবার একটু স্পর্শকাতর হয়ে পড়েছে। শোনা যায়, যে এই সংস্থায় কাজ পাওয়ার জন্য অনেকেই না কি উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের টাকা দিয়ে থাকেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি জানিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) ৷
ঠিক কী প্রকাশ পেয়েছে গুজবে?
উঠে এসেছে ইএস চক্রবর্তী নামে জনৈক ব্যক্তির নাম। খবর বলছে যে তিনি প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট ডিভিশনের রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপের গ্লোবাল হেড। মিন্ট প্রকাশিত এই খবর অনুযায়ী চক্রবর্তী না কি বহু বছর ধরে নানা ফার্মকে রিসোর্স করার জন্য তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। খবরে এও বলা হয়েছে যে এর জন্য প্রতিষ্ঠান চক্রবর্তীকে বিতাড়িত করেছে, সেই সঙ্গে চুক্তি শেষ করেছে বেশ কিছু ফার্মের সঙ্গেও। বলা হচ্ছে, ১০০ কোটি টাকার কেলেঙ্কারি এই ব্যাপারে ঘটেছে।
advertisement
advertisement
খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলতে বাধ্য হয়েছে টিসিএস। তারা জানিয়েছে যে প্রতিবেদনটির বক্তব্য সার্বিক ভাবে সত্য নয়। রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ নানা ফার্মকে দরকার মতো অ্যালট করে থাকে। প্রতিবেদনে যে কেলেঙ্কারির কথা বলা হয়েছে, তা ঠিকাদারদের দ্বারা নিয়োগ করা সংস্থার সঙ্গে সম্পর্কিত, জানিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস। পাশাপাশি বলেছে, অভিযোগের সত্যতা পর্যালোচনা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রতিষ্ঠানের কোনও উচ্চপদস্থ কর্তাব্যক্তি এর সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়নি।
advertisement
প্রতিষ্ঠান যা-ই বলুক, ঘটনায় চুপ করে থাকতে রাজি নয় পুণের ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট। তারা শ্রম মন্ত্রকে এই নিয়ে একটি চিঠিও পাঠিয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মচারী এবং স্বচ্ছ নিয়োগ পদ্ধতির পক্ষে অতীব বিপজ্জনক, মন্তব্য করেছেন ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেটের প্রেসিডেন্ট হরপ্রীত সিং সালুজা ৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 6:41 PM IST