স্থানীয় সূত্রে খবর, দুপুর আড়াইটা তিনটা নাগাদ স্কুলের পোশাক পরে ৮ জন লঞ্চ পেরিয়ে এসেছিল উত্তরপাড়ায়। সেখানেই তারা গঙ্গার পাড়ে বসে মদ্যপান করে। বৃষ্টির কারণে নৌকা ছাড়তে দেরি হওয়ায় ৮ জনের মধ্যে দু’জন সিগারেট কিনতে যায় দোকানে। তখনই লঞ্চ ছেড়ে দিলে তাঁরা দৌড়ে লঞ্চ ধরতে আসলে ঘটে বিপদ। একজন জেটি থেকে ঝাঁপ মেরে নৌকা ধরতে গেলে সে গঙ্গায় পড়ে যায় তারপর থেকেই নিখোঁজ হয় ওই স্কুল পড়ুয়া।
advertisement
স্কুল পড়ুয়াকে বাঁচাতে জলসাথীর এক কর্মী বিক্রম সিং জলে ঝাঁপ দিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাননি। এখনও পর্যন্ত ওই পড়ুয়ার খোঁজ চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনাটি ঘটেছিল যিনি লঞ্চ চালাচ্ছিলেন তাঁর চোখের সামনে। এই বিষয়ে ওই স্টিমারের চালক গৌতম দাস বলেন, নৌকার জেটিতে বসেই ওই স্কুল পড়ুয়ারা মদ্যপান করছিল। নিজেদের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল যাত্রীরাও।
আরও পড়ুন-নিয়োগে কোনও দুর্নীতি হয়নি, সংস্থার কেউ জড়িত নন, স্পষ্ট জানাল টিসিএস
আরও পড়ুন-প্রচণ্ড গরমে তেষ্টা মেটাতে ‘ফটাস জল’ আজও জনপ্রিয় পানীয়
নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়া হলে লঞ্চে আট বন্ধুর মধ্যে ছ’জন উপস্থিত ছিল। বাকি দু’জন উপরে গিয়েছিল সিগারেট কিনতে। লঞ্চ ছাড়া হচ্ছে দেখে তাঁরা দৌড়ে লঞ্চটি ধরতে ধরতে যায়। ততক্ষণে জেটি ছেড়ে দিয়েছিল লঞ্চটি। ঝাঁপ মেরে লঞ্চ ধরতে গেলে নৌকা ও জেটির মধ্যে গঙ্গায় পড়ে যায় ওই স্কুল পড়ুয়া। তারপর তাঁকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও কোন হদিশ মেলেনি এখনও।
রাহী হালদার





