পিয়ালীর জন্য ক্রাউড ফান্ডিং করে অর্থ সংগ্রহ করে এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি ও রেড ভলেন্টিয়াররা। শ্রীরামপুর সিপিআইএম জেলা অফিসে সিপিএম সম্পাদক দেবব্রত ঘোষ জানান, ছাত্র যুবরা যে অর্থ সংগ্রহ করে তার সঙ্গে সিপিএম রিলিফ ফান্ড থেকে দিয়ে মোট এক লক্ষ টাকা পিয়ালীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ রাজ্যের মধ্যে সেরা পোস্টমাস্টার হলেন আরামবাগের শৈলেন ঘোষাল
advertisement
চন্দননগর রেড ভলেন্টিয়াররা আলাদা করে পঁচিশ হাজার টাকা পিয়ালীর মায়ের হাতে দিয়ে আসে। এখনো বাকি প্রায় ১০ লক্ষ টাকা। পিয়ালির মা আগেই জানিয়েছিলেন বাড়ি বন্দক দেওয়ার কথা। কিন্তু যে মেয়ে বাংলার গর্ব তার পর্বত আরোহণের জন্য যদি তার বাড়ি বন্দক দিতে হয় তাহলে সেটি হবে বাঙলার মানুষের কাছে লজ্জা। এমনই মনে করছেন বাম ছাত্র যুবরা।
আরও পড়ুনঃ সারা বাংলা বাস্কেটবল প্রতিযোগিতা আয়োজিত বৈদ্যবাটির তরুণ ব্যয়াম সঙ্ঘে
সিপিএম সম্পাদক বলেন, পিয়ালী শুধু চন্দননগর বা হুগলীর গর্ব নয় গোটা রাজ্যের গর্ব। তার এই সাফল্য অর্থের কারনে যাতে বাধা না পায় তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পিয়ালীর পাশে দাঁড়াতে চন্দননগর কর্পোরেশন, বিধায়ক ও জন প্রতিনিধিদের কাছেও আবেদন করেন দেবব্রত ঘোষ।
Rahi Haldar