TRENDING:

Hooghly News: পড়ুয়াদের মহাকাশ গবেষণায় উৎসাহ বাড়াতে ইসরো সপ্তাহ পালন বৈঁচির স্কুলে 

Last Updated:

স্কুল পড়ুয়াদের মহাকাশ বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে স্কুলের মধ্যে ইসরো সপ্তাহ পালন  করছে বৈঁচি বাটিকা বিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: স্কুল পড়ুয়াদের মহাকাশ বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে স্কুলের মধ্যে ইসরো সপ্তাহ পালন করছে বৈঁচি বাটিকা বিদ্যালয়। ইসরো সপ্তাহতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের বোঝানো হয়। একই সঙ্গে কী ভাবে চন্দ্র‌যান চাঁদের মাটি স্পর্শ করেছিল সেই বিষয়ে একটি বিজ্ঞান প্রদর্শনের আয়োজন করেন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক সকলে মিলে। বৈঁচি বাটিকা বিদ্যালয়ের এই বিজ্ঞান প্রদর্শনী দেখতে আসেন পার্শ্ববর্তী স্কুল কলেজের পড়ুয়া ও শিক্ষকরা।
advertisement

ঠিক যেভাবে চন্দ্রযান চাঁদের মাটি ছুঁয়েছিল। তার তারই সম্পূর্ণ অনুকরণ তৈরি করেছেন স্কুলের শিক্ষকরা। কীভাবে বিক্রম চন্দ্র পৃষ্ঠ সফট ল্যান্ডিং করলো। কি ভাবে বিক্রমের পেট থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে এসে চাঁদের মাটিতে হাঁটা শুরু করল। কী ভাবে চাঁদের ছবি পৃথিবী তে পাঠাতে শুরু হল সেই সব কিছুই ফুটে উঠেছে হুগলির পান্ডুয়ার বৈঁচী বাটিকা উচ্চ বিদ্যালয়েরবিজ্ঞান প্রদর্শনীর মধ্যে দিয়ে।

advertisement

আরও পড়ুন: সাবধান! বাড়িতে রয়েছে জমা জল, ড্রোন হানা দিতে পারে আপনার ছাদে

বিদ্যালেয়ের প্রধান শিক্ষক রজত রঞ্জন ঘোষাল বলেন, ভারতের চন্দ্রযান ৩ এর সাফল্যের পর বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বিট্টু মিস্ত্রী একদিন চন্দ্রযানের মডেল তৈরি করে নিয়ে আসে।সেটা দেখে আমাদের মনে হয় বিদ্যালয়ে একটা বিজ্ঞান প্রদর্শনী করলে কেমন হয়।যেখানে বিষয় থাকবে ইসরোর মহাকাশ বিজ্ঞান চর্চা।সেই মত বিদ্যালয়ে ইসরো সপ্তাহ পালনের কর্মসূচী নেওয়া হয়।আজ তার উদ্বোধন হয়।উদ্বোধন করেন বৈঁচী সারকেলের এসআই রিয়া বন্দ্যোপাধ্যায়।এসআই বলেন,একটা অসাধারন বিজ্ঞান প্রদর্শনী।স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা যেটা করেছে আগামী দিনে সবাইকে উৎসাহী করবে।

advertisement

View More

 আরও পড়ুন: শরীরের জন্য দারুণ ভাল হেলেঞ্চা শাক! তেতো এই শাক দিয়ে এবার বানান মুচমুচে পকোড়া!

বিদ্যালয়ের শিক্ষক অঙ্কুর সেন বলেন,আমরা যখন দেখলাম ছোট ছোট ছেলেমেয়েরা রোভার নিয়ে এত উৎসাহী তারা মডেল তৈরি করছে তখন ভাবলাম যে আমরা বিদ্যালয়ে এটা করতেই পারি।সেই কারনে ইসরো সপ্তাহ পালন করছি। ইসরোর কাজ নিয়ে ওয়াল ম্যাগাজিন হয়েছে।পড়ুয়াদের মহাকাশ সম্বন্ধীয় কিছু সিনেমা দেখানো হয়েছে।

advertisement

প্রদর্শনীতে তিনটি ভাগ রাখা হয়েছে।একটি ঘরে আছে ইসরোর ইতিহাস ও ইসরো আজ পর্যন্ত কি কি স্যাটেলাইট পাঠিয়েছে তার বিবরন।দ্বিতীয় ঘরে আছে ইসরোর তৈরী রকেট গুলো।কি কি রকেট ইসরো তৈরী করেছে।চন্দ্রযান ৩ কি করে রকেটের মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে চাঁদে গেলো তা দেখানো হয়েছে। তিন নম্বর ঘরে আছে, বিক্রম চাঁদের মাটিতে ল্যান্ড করছে,রোভার প্রজ্ঞান বেরিয়ে এসে চাঁদের মাটি স্পর্শ করছে, চাঁদের মাটিতে দাঁড়িয়ে দেখা যাবে সেই অনুভূতি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

advertisement

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পড়ুয়াদের মহাকাশ গবেষণায় উৎসাহ বাড়াতে ইসরো সপ্তাহ পালন বৈঁচির স্কুলে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল