Hooghly News: ডেঙ্গি দমনে ড্রোন উড়িয়ে নজরদারি, বাড়ির চিহ্নিতকরণ শুরু আরামবাগে
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
ডেঙ্গি প্রতিরোধে তৎপর আরামবাগ পৌরসভা। ড্রোন উড়িয়ে শহরে জমা জলের একটি সার্ভে করে পৌরসভা কর্তৃপক্ষ।
আরামবাগ: ডেঙ্গি প্রতিরোধে তৎপর আরামবাগ পৌরসভা। এদিন শহরের কেথায় জমা জল আছে ড্রোন উড়িয়ে তার একটি সার্ভে করে পৌরসভা কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডেঙ্গিআক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে অনেকের।হাসপাতাল ভর্তি রয়েছে শতাধিক রোগী। প্রশাসন বারবার সতর্ক করছে বাড়ির বা অন্য কোথায় জল জমে না থাকে, বিভিন্ন জায়গায় আবর্জনা যতত্রত ফেলে না দেওয়ার নির্দেশ দিচ্ছে প্রশাসন।
আর সেই ডেঙ্গিপ্রতিরোধ করতে ড্রোন উড়িয়ে শহরের বিল্ডিং গুলির উপর জল জমে আছে কিনা বা কোথাও আবর্জনার রয়েছে কি না তা দেখা হচ্ছে। মূলত যেখান থেকে মশার জন্ম নিতে পারে সেই জায়গাগুলির নজর রাখা হবে। ডেঙ্গির মশা বা লাভা সৃষ্টি না হয় এইজন্যই ড্রোন উড়িয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।
advertisement
advertisement
এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি জানান,কোন বাড়ির ছাদে জল জমে আছে কিনা সেই জন্য এই ড্রোন সার্ভে।ড্রোন মাধ্যমে কোথাও যদি নোংরা আবর্জনা থেকে জমা জল নজরে পড়ে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষরা পদক্ষেপ নেবেন।মূলত শহরে যে সমস্ত বড় বড় বিল্ডিং সেগুলোই নজরে পড়ে না তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
advertisement
অন্যদিকে পৌরসভার সিটি ম্যানেজার সোমনাথ ঘোষ জানিয়েছেন কোন কোন বাড়ি হাসপাতাল বা নার্সিংহোমে ছাদে জল জমে থাকছে আর সেখান থেকেই সৃষ্টি হচ্ছে ডেঙ্গি মশা। তার জন্যই ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে কোথাও জল জমে আছে কিনা বা নোংরা আবর্জনা পড়ে রয়েছে কি না। প্রতিদিনই পৌরসভার তরফ থেকে ড্রোন উড়িয়ে সার্ভে চলবে।সব মিলিয়ে এখন দেখার ড্রোন মাধ্যমে সার্ভে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শহর না এভাবেই বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা রয়ে যাবে এখন সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 3:55 PM IST