দু- বারের ফুটবল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ান ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু এসেছেন কলকাতায়। রবিবার সকালে হুগলির রিষড়ার স্ত্রী ডিয়াগোর সঙ্গে শিশির উদ্যানে দেখা গেলো একদম অন্য ছন্দে।১৯৯৪ ও ২০০২ ফুটবল বিশ্বকাপে কাপুর ক্যাপ্টেনশিপ এর নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ জয় করে। ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফুর পায়ের জাদুর ছোঁয়া পেয়ে খুশি রিষড়ার মানুষরা। রবিবার সকালেই হুগলির রিষরার একটি ফুটবল গ্রাউন্ডে।
advertisement
আরও পড়ুন - Bollywood Gossip: ‘‘প্রাইভেট পার্ট দেখাও’’ , পদ্মাবত অভিনেতার চাঞ্চল্যকর বয়ানে ফের কাস্টিং কাউচে সামনে
রবিবার সকালে হুগলিতে এসে ক্যান্সারকে জয় করে আসা বিকাশ নামক এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও করলেন তিনি। জীবনের কঠিন লড়াই অতিক্রম করে আসার জন্য তাকে অভিনন্দন জানালে। নিজের প্রিয় ফুটবলার কে সামনে দেখতে পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না বিকাশ।
পশ্চিমবঙ্গে এসে তার কেমন লেগেছে সেই অভিব্যক্তি ও জানান কাফু। কাফু বলেন কলকাতার মানুষ জন যেভাবে ব্রাজিলকে সাপোর্ট করে তা দেখে তিনি খুবই আপ্লুত। তিনি আরো জানান, ভারতীয় ফুটবল দলকে নিয়ে তিনি খুবই আশাবাদী। তিনি চান আগামী ফুটবল ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের সঙ্গে ভারত ও যেন অংশগ্রহণ করতে পারে।
Rahi Halder