Bollywood Gossip: ‘‘প্রাইভেট পার্ট দেখাও’’ , পদ্মাবত অভিনেতার চাঞ্চল্যকর বয়ানে ফের কাস্টিং কাউচে সামনে

Last Updated:
বিনোদন জগতের সঙ্গে কাস্টিং কাউচ একেবারে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত৷ একাধিক তারকাই নিজের কেরিয়ারে হওয়া এই দুর্ব্যবহারের ঘটনা সামনে আনেন৷
1/4
#মুম্বই:  বিনোদন জগতের সঙ্গে কাস্টিং কাউচ একেবারে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত৷ একাধিক তারকাই নিজের কেরিয়ারে হওয়া এই দুর্ব্যবহারের ঘটনা সামনে আনেন৷ এই তালিকায় আরও একটি নাম যোগ হল৷ পদ্মাবতের অভিনেতা সার কাশ্যপ নিজের সঙ্গে হওয়া মারাত্মক হেনস্তার ঘটনা সামনে এনেছেন৷ পদ্মাবতের অভিনেতা যা বলেছেন তা অত্যন্ত চাঞ্চল্যকর৷
#মুম্বই:  বিনোদন জগতের সঙ্গে কাস্টিং কাউচ একেবারে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত৷ একাধিক তারকাই নিজের কেরিয়ারে হওয়া এই দুর্ব্যবহারের ঘটনা সামনে আনেন৷ এই তালিকায় আরও একটি নাম যোগ হল৷ পদ্মাবতের অভিনেতা সার কাশ্যপ নিজের সঙ্গে হওয়া মারাত্মক হেনস্তার ঘটনা সামনে এনেছেন৷ পদ্মাবতের অভিনেতা যা বলেছেন তা অত্যন্ত চাঞ্চল্যকর৷
advertisement
2/4
এখন তিনি জানেন তাঁর বডি এবং প্রাইভেট পার্ট দেখানোর ডিমান্ড করেছেন৷ তখন তিনি এই বিনোদন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন৷
এখন তিনি জানেন তাঁর বডি এবং প্রাইভেট পার্ট দেখানোর ডিমান্ড করেছেন৷ তখন তিনি এই বিনোদন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন৷
advertisement
3/4
বড়ি দূর সে আয়ে হে. লওট আও তৃষা, বাল কৃষ্ণ নামের নামের সিরিয়াল থেকে নিজের জায়গায় বিনোদন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন৷ পদ্মাবতে তিনি বরধনের চরিত্রে অভিনয় করেন৷ নিজের সংঘর্ষপূর্ণ কেরিয়ারের গল্প বলেন৷
বড়ি দূর সে আয়ে হে. লওট আও তৃষা, বাল কৃষ্ণ নামের নামের সিরিয়াল থেকে নিজের জায়গায় বিনোদন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন৷ পদ্মাবতে তিনি বরধনের চরিত্রে অভিনয় করেন৷ নিজের সংঘর্ষপূর্ণ কেরিয়ারের গল্প বলেন৷
advertisement
4/4
নিজের শুরুর দিনে তিনি যখন চরিত্র পাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছিলেন তাঁকে একজন কাস্টিং ডিরেক্টর তাঁকে উপদেশ দেন যে লড়াইতে থাকতে গেলে তাঁকে অনেক কিছু করতে হতে পারে৷ এই ভাবে তিনি তাঁকে উলঙ্গ হয়ে নিজের গোপনাঙ্গ দেখাতে বলেন৷
নিজের শুরুর দিনে তিনি যখন চরিত্র পাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছিলেন তাঁকে একজন কাস্টিং ডিরেক্টর তাঁকে উপদেশ দেন যে লড়াইতে থাকতে গেলে তাঁকে অনেক কিছু করতে হতে পারে৷ এই ভাবে তিনি তাঁকে উলঙ্গ হয়ে নিজের গোপনাঙ্গ দেখাতে বলেন৷
advertisement
advertisement
advertisement