Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, কোথায় কোথায় তুলকালাম, রইল ওয়েদার আপডেট

Last Updated:
কলকাতা সহ পশ্চিমবঙ্গ কেমন থাকবে আজকের ওয়েদার, আর কোথায় কোথায় হবে ঘূর্ণাবর্তের প্রভাব৷
1/7
#নয়াদিল্লি: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগর এবং তৎ সংলগ্ন ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় এখনও স্থায়ীভাবে রয়েছে৷ সমুদ্রতলের ১,৫ কিলোমিটার ওপরে তা অবস্থান করছে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
#নয়াদিল্লি: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগর এবং তৎ সংলগ্ন ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় এখনও স্থায়ীভাবে রয়েছে৷ সমুদ্রতলের ১,৫ কিলোমিটার ওপরে তা অবস্থান করছে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
advertisement
2/7
এই সাইক্লোনিক সার্কুলেশনের মুভেমেন্টের ওপর নজর রাখা হচ্ছে৷ এর মধ্যে এই সাইক্লোনির সার্কুলেশন মুভেমেন্ট আরও ঘনীভূত হয়ে সাইক্লোনে পরিণত হবে কিনা তা দেখা হচ্ছে৷ হলে তা ওই এলাকার স্থলভাগে আদৌ প্রবেশ করবে কীভাবে তাও দেখা হচ্ছে৷ এর প্রভাবে উপকূলের রাজ্যগুলিতে, নভেম্বরের ৯ তারিখ নাগাদ এটা নিম্নচাপে পরিণত হবে৷ তার জেরে প্রবল বৃষ্টি হবে৷
এই সাইক্লোনিক সার্কুলেশনের মুভেমেন্টের ওপর নজর রাখা হচ্ছে৷ এর মধ্যে এই সাইক্লোনির সার্কুলেশন মুভেমেন্ট আরও ঘনীভূত হয়ে সাইক্লোনে পরিণত হবে কিনা তা দেখা হচ্ছে৷ হলে তা ওই এলাকার স্থলভাগে আদৌ প্রবেশ করবে কীভাবে তাও দেখা হচ্ছে৷ এর প্রভাবে উপকূলের রাজ্যগুলিতে, নভেম্বরের ৯ তারিখ নাগাদ এটা নিম্নচাপে পরিণত হবে৷ তার জেরে প্রবল বৃষ্টি হবে৷
advertisement
3/7
উত্তর পশ্চিম ভারত এবং তৎ সংলগ্ন এলাকায় পশ্চিমি ঝঞ্ঝার দাপট রয়েছে৷ যার জেরে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির উঁচু এলাকায় দাপটে তুষারপাত হবে পাশাপাশি নীচু এলাকায় বৃষ্টিপাত জারি থাকবে৷
উত্তর পশ্চিম ভারত এবং তৎ সংলগ্ন এলাকায় পশ্চিমি ঝঞ্ঝার দাপট রয়েছে৷ যার জেরে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির উঁচু এলাকায় দাপটে তুষারপাত হবে পাশাপাশি নীচু এলাকায় বৃষ্টিপাত জারি থাকবে৷
advertisement
4/7
এদিকে হরিয়ানার কাছে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে রয়েছে৷ এদিকে এত জায়গায় এত নিম্নচাপ হওয়ার পরেও মরার ওপর খাঁড়ার ঘা ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ শ্রীলঙ্কা সংলগ্ন বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে৷ যা আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আরও ঘনীভূত হবে৷
এদিকে হরিয়ানার কাছে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে রয়েছে৷ এদিকে এত জায়গায় এত নিম্নচাপ হওয়ার পরেও মরার ওপর খাঁড়ার ঘা ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ শ্রীলঙ্কা সংলগ্ন বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে৷ যা আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আরও ঘনীভূত হবে৷
advertisement
5/7
এদিকে কলকাতার আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস অবধি হবে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৮৩ শতাংশ৷ তবে ঝকঝকে আকাশ অমিল৷ আকাশে মেঘ রোদের খেলা চলবে৷
এদিকে কলকাতার আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস অবধি হবে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৮৩ শতাংশ৷ তবে ঝকঝকে আকাশ অমিল৷ আকাশে মেঘ রোদের খেলা চলবে৷
advertisement
6/7
ফলে হালকা গুমোট হবে৷ এদিকে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেও এই ধরণের আবহাওয়া থাকবে৷ রাতের তাপমাত্রা যেটা ২০- র কোঠা ছেড়ে নেমে গিয়েছিল সেটা ফের খানিকটা বেড়ে গেছে৷ এদিকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
ফলে হালকা গুমোট হবে৷ এদিকে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেও এই ধরণের আবহাওয়া থাকবে৷ রাতের তাপমাত্রা যেটা ২০- র কোঠা ছেড়ে নেমে গিয়েছিল সেটা ফের খানিকটা বেড়ে গেছে৷ এদিকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
advertisement
7/7
উত্তরবঙ্গেও আকাশে মেঘ রোদের খেলা জারি থাকবে৷ শিলিগুড়িতেও সর্বোচ্চ  তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে৷
উত্তরবঙ্গেও আকাশে মেঘ রোদের খেলা জারি থাকবে৷ শিলিগুড়িতেও সর্বোচ্চ  তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে৷
advertisement
advertisement
advertisement