স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ওই অঞ্চলেই বাসিন্দা দিলীপ রায় নারকেল গাছে উঠেছিলেন ডাব পাড়তে। দিলীপ পেশায় একজন ডাব বিক্রেতা তাই প্রতিদিনের মতো সেদিনও ডাব পাড়তে গাছে উঠেছিলেন তিনি।
আরও পড়ুন: দোলের আগেই শান্তিনিকেতনে পালন হল বসন্ত উৎসব! প্রথা ভেঙেই খেলা হল আবীর
নারকেল গাছে উঠে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর দেওয়া হয় ডানকুনি থানা ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে এলে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় দমকল কর্মীরা।
advertisement
আরও পড়ুন: ছিঃ! বাসে উঠে শিক্ষককে বেদম প্রহার করে চম্পট দিল ছাত্র, হকচকিয়ে দেখল যাত্রীরা
এ বিষয়ে দমকল আধিকারিক জানান, রাস্তা সরু থাকার জন্য সেখানে দমকলের গাড়ি প্রবেশ করতে পারছিল না । বড় মই নিয়ে এসে গাছে লাগিয়ে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2023 5:37 PM IST





