বোলপুর: প্রথা ভেঙে বিশ্বভারতীতে হয়ে গেল 'অকাল' বসন্তোৎসব ও আবীর খেলা৷ প্রাক্তনী, আশ্রমিকেরা ব্রাত্য বিশ্বভারতীর অনুষ্ঠান থেকে। প্রসঙ্গত, কবিগুরুর সময় থেকে দোলপূর্ণিমায় বসন্তোৎসব হয়ে আসছে বিশ্বভারতীতে ৷ ২০১৯ সালে উপচে পড়া ভিড়ে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ভবন ও ভাস্কর্য। তাই উপাচার্যের ব্যাখ্যা বসন্ত তাণ্ডব রুখতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
২০১৯ সালে শেষবার বিশ্বভারতীতে হয়েছে বসন্তোৎসব। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল উৎসব। ২০২১ ও ২২ সালে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে নিজেদের মধ্যেই বসন্তোৎসব উদযাপন হয় ৷ এবারও প্রথা ভেঙে হয়ে গেল বসন্তোৎসব। যদিও, বিশ্বভারতীর তরফে এই উৎসবের নাম দেওয়া হয়েছে 'বসন্ত বন্দনা'।
আরও পড়ুন: বাংলার গানের রিয়ালিটি শো মাতাচ্ছেন কাঁথির অনিন্দিতা, আপনিও শুনুন তাঁর গান
একই ভাবে নৃত্যের তালে তালে উৎসব উদযাপিত হয় ৷ উৎসবের পর 'অকাল' আবীর খেলাও শুরু হয় বিশ্বভারতীতে ৷ তবে কড়া নিরাপত্তায় মোড়া ছিল। প্রবেশ করতে দেওয়া হয়নি বহিরাগতদের। এমনকি, অনুষ্ঠানে ব্রাত্য আশ্রমিক ও প্রাক্তনীরা। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
আরও পড়ুন: বেদমন্ত্র আর কলমা পাঠ একযোগে! ১৭ যুগলের বিয়েতে সম্প্রীতির বার্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Biswabharati, Holi 2023, Shantiniketan