USA Mystery Weapon in Venezuela: শুরু হল রক্তবমি, লুটিয়ে পড়ল একের পর এক সেনা! ভেনেজুয়েলায় রহস্যময় অস্ত্র ব্যবহার আমেরিকার?

Last Updated:

গত ৩ জানুয়ারি হামলা চালিয়ে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকা৷ পরে তাঁদের গ্রেফতার করা হয়৷

রাজধানী কারাকাসে ক্ষতিগ্রস্ত বিমানঘাঁটির উপগ্রহ চিত্র৷ সৌজন্যে- ভ্যান্টর
রাজধানী কারাকাসে ক্ষতিগ্রস্ত বিমানঘাঁটির উপগ্রহ চিত্র৷ সৌজন্যে- ভ্যান্টর
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হেফাজতে নিতে কি কোনও রহস্যময় অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এমনই অভিযোগ তোলা হয়েছে৷ গত ৩ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে হেফাজতে নিয়েছিল মার্কিন বাহিনী৷ অভিযোগ, সেই অভিযানেই এমন এক রহস্যময় অস্ত্র ব্যবহার করা হয়েছে, যার দাপটে অসহায়ের মতো রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে ভেনেজুয়েলার সেনাবাহিনীর সদস্যরা৷
ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট-এ বলা হয়েছে, মার্কিন অভিযানের সময় আচমকাই একটি অদ্ভুত পরিস্থিতির তৈরি হয়৷ যার জেরে কার্যত কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে ভেনেজুয়েলার গোটা নিরাপত্তা ব্যবস্থা৷ ভেনেজুয়েলা র‍্যাডার সহ অন্যান্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা অকেজো হয়ে পড়ে৷ এর পরই ভেনেজুয়েলার আকাশে একের পর এক মার্কিন ড্রোন এবং হেলিকপ্টার দেখা যায়৷ সেখান থেকে প্রায় ২০ জনের একটি মার্কিন সেনার দল ভেনেজুয়েলার মাটিতে পা দেয়৷
advertisement
ভেনেজুয়েলার ওই রক্ষীর কথায়, মার্কিন বাহিনী এমন একটি অস্ত্র ব্যবহার করছিল যা অতি তীব্র শব্দ তরঙ্গের মতো মনে হচ্ছিল৷ যদিও সেই অস্ত্রটি ঠিক কী তা ভেনেজুয়েলার সেনাবাহিনী চিহ্নিত করতে পারেনি৷ কিন্তু ওই অস্ত্রের হামলাতেই ভেনেজুয়েলার সেনাদের নাক থেকে রক্তপাত শুরু হয়৷ সঙ্গে শুরু হয়ে যায় রক্তবমি৷ একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকে ভেনেজুয়েলার সেনারা৷ অভিযানে আসা মার্কিন বাহিনী প্রযুক্তিগত দিক দিয়ে অত্যন্ত এগিয়ে ছিল বলেও দাবি করেছেন ভেনেজুয়েলার ওই রক্ষী৷
advertisement
advertisement
ভেনেজুয়েলার রক্ষীর ওই বয়ান নিজের এক্স হ্যান্ডেলেও শেয়ার করেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব৷ যদিও মার্কিন কর্তৃপক্ষ অভিযানের বিস্তারিত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি৷ ভেনেজুয়েলায় অভিযানের সময় মার্কিন সেনা পরীক্ষামূলক ভাবে কোনও প্রযুক্তি ব্যবহার করেছে কি না, সেই প্রশ্নেরও জবাব দেওয়া হয়নি৷
ভেনেজুয়েলা সরকার ইতিমধ্যেই স্বীকার করেছে, গত ৩ জানুয়ারির হামলায় তাদের সেনাবাহিনীর অন্তত ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে৷ ওই রহস্যময় অস্ত্রের হামলাতেই এত প্রাণহানি হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত করতে পারেনি ভেনেজুয়েলার সেনা এবং সরকারও৷
advertisement
প্রাক্তন একজন মার্কিন গোয়েন্দা নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, ভেনেজুয়েলার সেনাবাহিনীর সদস্যরা যেভাবে কাবু হয়েছে বলে জানা যাচ্ছে, তাতে মনে হচ্ছে তেজষ্ক্রিয় রশ্মি বেরিয়ে আসে এমন কোনও অস্ত্র ব্যবহার করা হয়েছে৷ এই মারণাস্ত্র থেকে ছোট ছোট শক্তিশালী তরঙ্গ বেরিয়ে এসে শত্রুপক্ষকে কাবু করে দেয়৷ এই ধরনের অস্ত্র মার্কিন সেনার হাতে রয়েছে৷ যদিও ভেনেজুয়েলার অভিযানে এই ধরনের কোনও অস্ত্রের ব্যবহার হয়েছে কি না, তা স্পষ্ট নয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
USA Mystery Weapon in Venezuela: শুরু হল রক্তবমি, লুটিয়ে পড়ল একের পর এক সেনা! ভেনেজুয়েলায় রহস্যময় অস্ত্র ব্যবহার আমেরিকার?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement