Weight Loss Tips: শীতে ওজন বেড়েছে? কড়া ডায়েটিং-ওয়ার্কআউট নয়, ঠাকুমা-দিদিমার রেসিপি, ৭ ঘরোয়া পানীয়তেই গলবে জেদি চর্বি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কড়া ডায়েটিং বা ঘাম-ঝড়ানো এক্সারসাইজের দরকার নেই, দিদা-ঠাকুমার ৭ ঘরোয়া টোটকাতেই গলে যাবে নাছোড়বান্দা বাড়তি চর্বি--
advertisement
প্রতিদিন সকালে জোয়ানের জল--খালিপেটে উষ্ণ গরম জোয়ানের জল খেলে বিপাকক্রিয়া বাড়ে এবং পেট ফাঁপার মতো সমস্যা গায়েব হয়। জোয়ানের জল শরীরের চর্বি গলাতে সাহায্য করে, অন্ত্রকে সুস্থ রাখে, ফলে ওজন কমে তাড়াতাড়ি। এক চা-চামচ জোয়ান জলে ফুটিয়ে ছেঁকে নিন। প্রতিদিন সকালে খালিপেটে উষ্ণ এই পানীয় পারফেক্ট ফিগারের চাবিকাঠি।
advertisement
জিরে ও মৌরি ডিটক্স পানীয়--জিরে ও মৌরি একসঙ্গে হজমশক্তি বাড়ায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বার করে দিতে সাহায্য করে এবং শরীরে জল জমে থাকা (ওয়াটার রিটেনশন) রোধ করে।দুই কাপ জলে এক চা-চামচ করে জিরে ও মৌরি দিয়ে ফুটিয়ে নিন। কিছুক্ষণ আঁচে রেখে দিন, তার পর উষ্ণ গরম অবস্থায় সারা দিন ধরে অল্প অল্প করে খান।
advertisement
advertisement
advertisement
উষ্ণ গরম জলে মধু ও লেবু--ওজন কমানোর জন্য দিদিমাদের সবচেয়ে পরিচিত ও পরীক্ষিত টোটকাগুলোর মধ্যে এটি অন্যতম। সকালে এক গ্লাস হালকা গরম জলে এক চা-চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে বিপাকক্রিয়া উন্নত হয়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে।এই পানীয় সতেজ অনুভূতি দেয়, শরীরকে আদ্র রাখে এবং প্রাকৃতিকভাবে চর্বি গলাতে সাহায্য করে।
advertisement
advertisement






