Reality Show|| বাংলার গানের রিয়ালিটি শো মাতাচ্ছেন কাঁথির অনিন্দিতা, আপনিও শুনুন তাঁর গান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Viral Singer Anindita: স্বামী সন্তান সংসার সামলেও গানের রিয়েলিটি শোতে সাবলীল ভাবে গান গেয়ে শ্রোতা ও বিচারকদের মন জয় করে নিচ্ছেন কাঁথির অনিন্দিতা।
কাঁথি: বাংলার একটি বেসরকারি টিভি চ্যানেলে চলছে গানের রিয়েলিটি শো। স্বামী, সন্তান, সংসার সামলেও গানের সেই রিয়েলিটি শো-এ শ্রোতা ও বিচারকদের মন জয় করে নিচ্ছেন কাঁথির অনিন্দিতা। ছোট থেকেই কাঁথির বিভিন্ন মঞ্চে অনিন্দিতার গান শোনা যেত। একটু একটু করে যখন বড় হন, গানের প্রতি ঝোঁক আরও বাড়তে থাকে। আগেও তাঁকে একবার টিভির পর্দায় দেখা গিয়েছিল। প্রায় ১০ বছর আগে বাংলার অন্য একটি চ্যানেলের রিয়েলিটি শো-এর মঞ্চ মাতিয়েছিলেন তিনি।
অনিন্দিতা চন্দ ইতিমধ্যেই বেসরকারি একটি টিভি চ্যানেলের গানের রিয়ালিটি শো-এর টপ ১৫-এর তালিকায় স্থান করে নিয়েছেন। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তাঁর এক অন্য অনুভূতি। গান নিয়েই এগিয়ে যেতে চেয়েছিলেন বরাবর। তবে লড়াইটা মোটেও সহজ ছিল না। বর্তমানে অনিন্দিতা বিবাহিতা। স্বামী, সন্তান, সংসার সামলেও সঙ্গীতের চর্চা করছেন।
আরও পড়ুনঃ মার্চের বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? দোলে কেমন থাকবে দিঘার আবহাওয়া? জানুন পূর্বাভাস
অনিন্দিতার স্বামী অরুনাভ জানিয়েছেন, 'অনিন্দিতা গান ভালবাসে। সুর ভালবাসে। তাঁদের দু-বছরের কন্যা সন্তান রয়েছে। সেই সন্তানকে সামলে চলছে গানের তালিম। সবকিছু সামলে, মা বর্তমানে সুপার সিঙ্গারের মঞ্চে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াই লড়ে সুপার সিঙ্গার মঞ্চের টপ ১৫ প্রতিযোগীর মধ্যে স্থান পেয়েছেন। এই রিয়েলিটি শোতে সফল হলে শুধু একজন সংগীতশিল্পী সফল হবেন না, একজন মাও সফল হবেন।'
advertisement
advertisement
অনিন্দিতার সুরেলা কণ্ঠ জিতে নিয়েছেন আপামর বাঙালি মন, সেই সঙ্গে পাচ্ছেন বিচারকদের আশীর্বাদ এবং ভালবাসা। অনিন্দিতা গানের জগতে আরও এগিয়ে যাক চাইছেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। কাঁথির মেয়ে ও খেজুরির এই গৃহবধূর সুরেলা কন্ঠের গান দুই মেদিনীপুর জেলা তথা বাংলার শ্রোতাদের মন ছুঁয়েছে।
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 4:52 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Reality Show|| বাংলার গানের রিয়ালিটি শো মাতাচ্ছেন কাঁথির অনিন্দিতা, আপনিও শুনুন তাঁর গান