Swimming: সাঁতারে হাওড়ার মুখ উজ্জ্বল করলেন তাহরিনা! নতুন রেকর্ড বঙ্গকন্যার
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
আবারও রেকর্ড স্পর্শ করল হাওড়া'র তাহরিনা! ওপেন ওয়াটার সুইমার, হাওড়া জেলার উলুবেড়িয়ার মহিলা সাঁতারু তাহরিনা নাসরিন। দ্যা ধ্যারমতার গেটওয়ে (The Dharamatar Gateway) বা মুম্বাই গেটওয়েতে সাঁতার কেটে রেকর্ড তাহরিনার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এ প্রসঙ্গে সাঁতারু তাহরিনা নাসরিন জানান, প্রায় দুই বছর সাঁতার থেকে নিজেকে দূরে রাখার পর, আবার একটি সাফল্য। এই যাত্রায় সব থেকে কঠিন মুহূর্ত ছিল নদী থেকে সমুদ্রে প্রবেশের সময়। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট লেট হওয়ায় ট্রং কারেন্টের মুখে পড়তে হয়। সমুদ্রের বড় ঢেউ, যে ঢেউ কাটিয়ে উঠতে একই স্থানে এক ঘন্টা প্রায় সাঁতার কাটতে হয়েছিল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)








