Digha News: ছিঃ! বাসে উঠে শিক্ষককে বেদম প্রহার করে চম্পট দিল ছাত্র, হকচকিয়ে দেখল যাত্রীরা
- Written by:Sujit Bhoumik
- Published by:Rachana Majumder
Last Updated:
বৃহস্পতিবার স্কুল চলাকালীন টিফিনের পর স্কুলে এসে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছিল ওই ছাত্র। এনিয়ে ছাত্রীরা অভিযোগ জানালে তাকে আটকে রেখে বাড়িতে ফোন করা হয়।
দিঘা: ছাত্রের হাতে প্রহৃত হলেন স্কুল শিক্ষক। বাস থামিয়ে ভিড় ঠেলে ঢুকে ওই শিক্ষককে মারধর করে চম্পট দেয় এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দিঘার বাইপাস লাগোয়া লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায়। নিগৃহীত নন্দগোপাল পাত্র দিঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষাসদনের গণিতের শিক্ষক। অভিযুক্তও ওই একই স্কুলের ছাত্র। তার বাড়ি রতনপুরে।
জানা গিয়েছে, স্কুল ছুটির পর বাসে চেপে রামনগর থানার সটিলাপুরে বাড়িতে ফিরছিলেন নন্দবাবু। স্কুল সংলগ্ন লেভেল ক্রসিংয়ের কাছে বাসটিকে দাঁড় করিয়ে বাসে উঠে নন্দবাবুকে মারধর করা হয়। ঘটনায় বাস যাত্রীরা হকচকিয়ে গেলে ও রুখে দাঁড়ালে সঙ্গীদের নিয়ে চম্পট দেয় অভিযুক্ত ছাত্র। স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল চলাকালীন টিফিনের পর স্কুলে এসে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছিল ওই ছাত্র। এনিয়ে ছাত্রীরা অভিযোগ জানালে তাকে আটকে রেখে বাড়িতে ফোন করা হয়। তার বাবা বাড়িতে না থাকায় দাদা এসে পৌঁছন স্কুলে। তাতেই ক্ষীপ্ত হয়ে ওঠে ওই পড়ুয়া৷ স্কুলের বাইরে গেলে দেখে নেওয়ার হুমকিও দিয়ে যায়। তারপরেই হুমকি মতো ছুটির পর বন্ধুর বাইকে চেপে বাস থামিয়ে এমন কাণ্ড ঘটায় সে।
advertisement
আরও পড়ুন: 'ফিশচুলা ফেটে গিয়েছে', দিল্লি যাওয়ার আগেই শরীর 'খারাপ' অনুব্রতর! শুক্রে কী হবে, প্রবল জল্পনা
advertisement
ঘটনার প্রতিবাদে আজ দুপুরে স্কুলের সামনে বিক্ষোভে শামিল হয় ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বিক্ষোভকে ঘিরে উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে আসে দিঘা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Digha,North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 03, 2023 4:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: ছিঃ! বাসে উঠে শিক্ষককে বেদম প্রহার করে চম্পট দিল ছাত্র, হকচকিয়ে দেখল যাত্রীরা







