Anubrata Mondal: 'ফিশচুলা ফেটে গিয়েছে', দিল্লি যাওয়ার আগেই শরীর 'খারাপ' অনুব্রতর! শুক্রে কী হবে, প্রবল জল্পনা

Last Updated:

Anubrata Mondal: আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই বিষয়ে আবেদন জানায় আসানসোল জেলা সংশোধনাগার। সেই আর্জিতেই বৃহস্পতিবার সায় দিয়েছেন বিচারক।

মরিয়া চেষ্টা অনুব্রতর
মরিয়া চেষ্টা অনুব্রতর
কলকাতা: এবার কি ফিশচুলাকে হাতিয়ার অনুব্রত মণ্ডলের? আদালতে ভার্চুয়ালি হাজির হয়ে বিচারককে জানান, ''আমার ফিশচুলা ফেটে গিয়েছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে।'' অনুব্রতর আবেদনের প্রেক্ষিতে বিচারক জানান, ''যতটা ভাল চিকিৎসা দেওয়া সম্ভব, সাধ্য মতো চেষ্টা করব।'' প্রসঙ্গত, শুক্রবারই অনুব্রতকে নিয়ে দিল্লি যাওয়ার কথা ইডি অফিসারদের।
শেষরক্ষা হয়নি, সেই দিল্লি যেতেই হবে অনুব্রতকে। এমনই নির্দেশ দিয়েছে আদালত। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারকের নির্দেশ পেয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ আসানসোল জেলা সংশোধনাগারে জমা দিয়েছিল ইডি।
advertisement
advertisement
তার পরেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই বিষয়ে আবেদন জানায় আসানসোল জেলা সংশোধনাগার। সেই আর্জিতেই বৃহস্পতিবার সায় দিয়েছেন বিচারক। আজ, শুক্রবারই অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে জেল সূত্রের খবর। এরই মাঝে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়ে মরিয়া চেষ্টা চালালেন অনুব্রত।
advertisement
ইতিমধ্যেই দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তথা এক সময়ের ডান হাত সায়গল হোসেন। রয়েছেন গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হকও। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে সায়গল-এনামূলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বেশ কিছু দিন পরে আসানসোল সংশোধনাগারে গিয়ে কেষ্টকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকেরা।
advertisement
এরপরেই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানায় ইডি। গত ৯ ডিসেম্বর ইডি-কে সেই অনুমতিও দেয় আদালত। তারপরেই পুরনো একটি মামলায় তাঁকে হেফাজতে চায় বীরভূমের দুবরাজপুর থানা। মাছ ব্যবসায়ী শিবঠাকুর মণ্ডলের সেই মামলা নিয়ে বিস্তর আলোচনা হয় রাজ্য রাজনীতিতে। বলা হয়, কেষ্টর দিল্লি যাত্রা রুখতেই জোর করে পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অনুব্রতকে। তবে তাতেও বিশেষ লাভ হয়নি কেষ্টর। এর মধ্যেই রাউস অ্যাভিনিউ আদালতে ইডি-র করা আর্জির বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রতর আইনজীবী। যদিও সেখানেও অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ জারি করেনি উচ্চ আদালত। আগামী ১৭ মার্চ দিল্লি হাইকোর্টে অনুব্রতের আবেদন মামলার পরবর্তী শুনানি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: 'ফিশচুলা ফেটে গিয়েছে', দিল্লি যাওয়ার আগেই শরীর 'খারাপ' অনুব্রতর! শুক্রে কী হবে, প্রবল জল্পনা
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement