BJP: বিজেপি বিধায়কের বাড়িতে টাকার পাহাড়, কোটি-কোটি টাকা উদ্ধার! ঘুষ নিচ্ছিল ছেলে
- Published by:Suman Biswas
Last Updated:
BJP: বিজেপি শাসিত কর্ণাটকে শাসক দলের এক বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল নগদ প্রায় ৬ কোটি টাকা।
বেঙ্গালুরু: পশ্চিমবঙ্গে যখন একের পর এক জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, প্রবল চাপ বাড়ছে শাসক দল তৃণমূলের উপর, সেই পরিস্থিতিতে এবার কর্ণাটকে প্রায় একই ঘটনা ঘটতে দেখা গেল। চলতি বছরেই রয়েছে কর্ণাটকে বিধানসভা নির্বাচন, এদিকে, তার আগেই অস্বস্তিতে পড়ল বিজেপি। বেঙ্গালুরুতে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক বিজেপি বিধায়কের ছেলে। কর্ণাটকের দুর্নীতি দমন শাখা লোকাযুক্ত বেঙ্গালুরুর একটি অফিস থেকে নগদ ৪০ লক্ষ টাকা নিতে গিয়ে ধরেন ওই বিজেপি বিধায়কের ছেলেকে।
বিজেপি শাসিত কর্ণাটকে শাসক দলের এক বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল নগদ প্রায় ৬ কোটি টাকা। অফিস থেকে উদ্ধার করা হয়েছে আরও প্রায় ২ কোটি টাকা নগদ। উদ্ধার হওয়া অর্থের কোনও হিসেব দিতে পারেননি ওই বিজেপি বিধায়ক মাদ্দাল ভিরুপক্ষপ্পা। বৃহস্পতিবারই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন বিধায়কের ছেলে প্রশান্ত মাদ্দাল।
advertisement
বৃহস্পতিবার রাতে ৪০ লক্ষ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এরপরই বিজেপি বিধায়কের বাড়িতে হানা দেওয়া হয়। এরপরই সেখান থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। বাড়ি অফিস মিলিয়ে যা প্রায় ৮ কোটি টাকা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই লোকাযুক্ত আধিকারিকরা ফাঁদ পাতেন ওই বিজেপি বিধায়ককে ঘিরে।
advertisement
advertisement
লোকাযুক্ত বিভাগের এক আধিকারিক জানান, ‘আমরা প্রশান্ত মাদ্দালের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে নগদ ১.৭ কোটি টাকা উদ্ধার করেছি। আমাদের অনুমান, বাবার হয়েই ঘুষ নিচ্ছিলেন প্রশান্ত।’ এদিকে, প্রশান্ত মাদ্দালের অফিস থেকে উদ্ধার হওয়া টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। এরপরই ওই বিধায়কের বাড়ি ও অফিস থেকে প্রায় ৮ কোটি টাকা উদ্ধার করা হয়।
advertisement
প্রসঙ্গত, লোকাযুক্ত হল কর্নাটকের দুর্নীতি দমন কর্তৃপক্ষ, যা সরকার ও প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে যেকোনও অভিযোগ সমাধানের জন্য তৈরি করা হয়েছে। কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে দুর্নীতি দমন শাখা বিলুপ্ত করে দেওয়ার পর লোকাযুক্তের হাতে যাবতীয় দুর্নীতি সংক্রান্ত তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 12:30 PM IST