আরও পড়ুন: গৌরহাটি ইএসআই হাসপাতালের রোগীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য !
অন্যদিকে আলু চাষের জন্য জমি তৈরিতে বাধা সৃষ্টি হবে। ফলে পিছিয়ে যাবে আলু চাষও। ধান ফলানোর সময় অনা বৃষ্টিতে এমনিতেই পিছিয়ে ছিল আমন ধান চাষ। এরফলে ধানের ফলন কম হবে এমনিতেই আশঙ্কায় ছিল চাষিরা। এবারে বৃষ্টির ফলে যেটুকু ধান ফলছে আর পুরোটাই তুলতে পারবেন নাকি সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
advertisement
আরও পড়ুন: শীতের মরশুমে নামমাত্র খরচে ঘুরুন দিঘা! সৈকত শহরে বেড়ানোর বিরাট উদ্যোগ রাজ্যের, জানুন
ইতিমধ্যে জমিতে পরিপক্ক অবস্থায় দাঁড়িয়ে আছে বিঘার পর বিঘা ধান। আর চার পাঁচ দিন পর থেকেই ধান কাটার প্রস্তুতি নিয়েছেন কৃষকেরা কিন্তু তার আগেই বৃষ্টি হলে পাকা ধানে ক্ষয়ক্ষতি হবে।এই বিষয়ে স্থানীয় এক কৃষক জানান, আবহাওয়া দফতর অনুযায়ী নিম্নচাপে জেরে বৃষ্টির সম্ভাবনা আছে। যদি এই সময় বৃষ্টি হয় তাহলে পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
তাই তার আগেভাগে নিতে যে সমস্ত ধান কাটা আছে সেগুলি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি এলাকার প্রত্যেকের। এই সময় যদি বৃষ্টি হয় তাহলে ফসলের লাভের অংশ অনেকটাই কমে যাবে। যদিও আকাশের অবস্থা দেখে কিছু কৃষক গোলাই তোলার জন্য তড়িঘড়ি চেষ্টা চালাচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কিন্তু বৃষ্টি হলে যে ধানের ক্ষতি হবে তা এক প্রকার নিশ্চিত চাষিরা, এবং ব্যাপক আর্থিক সংকটে পড়বে হুগলির কৃষকেরা।
Suvojit Ghosh