Digha: শীতের মরশুমে নামমাত্র খরচে ঘুরুন দিঘা! সৈকত শহরে বেড়ানোর বিরাট উদ্যোগ রাজ্যের, জানুন

Last Updated:

Digha: একদিনের ছুটিতেই শিল্পাঞ্চলের মানুষ এ বার দিঘা থেকে ঘুরে আসতে পারবেন।

+
title=

দুর্গাপুর: পর্যটকরা এ বার দুর্গাপুর থেকে আরও সহজে পৌঁছে যেতে পারবেন দিঘা। সুযোগ করে দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আগামী ১ ডিসেম্বর থেকে দিঘা যাওয়ার জন্য দুর্গাপুর থেকেই পাওয়া যাবে সুযোগ। যাত্রীরা ডিলাক্স বাসে কম খরচে পৌঁছে যাবেন বাঙালির অন্যতম ভ্রমণ স্থানে। হাতে মাত্র একদিন ছুটি থাকলেই এ বার দিঘা যেতে পারবেন শিল্পাঞ্চলের মানুষ।
সম্প্রতি আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য নতুন একটি বাস চালু করেছে এসবিএসটিসি। বাসটি আসানসোল থেকে ছেড়ে দুর্গাপুর হয়ে পৌঁছে যাবে শিলিগুড়ি। তার মধ্যে আবার পর্যটকদের জন্য নতুন আরও একটি বাস দিল এসবিএসটিসি। যে বাসটি দুর্গাপুর থেকে যাবে দিঘা। রাত্রিকালীন এই বাস সার্ভিস পাওয়া যাবে নিয়মিত। যদিও এখনও পর্যন্ত যাত্রীদের জন্য কত খরচ করতে হবে সে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি।
advertisement
আরও পড়ুনঃ মিরাকেল ফল খেয়েছেন? এই ফল খেলে পাতিলেবুও লাগে মিষ্টি! গুণ জানলে বাজার খুঁজবেন নিশ্চিত
পরিবহন সংস্থার সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিন রাত আটটা নাগাদ দুর্গাপুর সিটি সেন্টার থেকে দিঘা যাওয়ার ডিলাক্স বাসটি ছাড়া হবে। সিটি সেন্টার থেকে ছেড়ে বাসটি প্রথমে আসবে দুর্গাপুর স্টেশন। তারপর সেখান থেকে মেদিনীপুর, কাঁথি হয়ে পৌঁছে যাবে দিঘা। আবার প্রত্যেকদিন রাত আট’টা নাগাদ দিঘা থেকে ছাড়বে বাসটি। সকালে ফিরবে দুর্গাপুরে।
advertisement
advertisement
নতুন এই বাস চালু হওয়ার খবরে খুশির হাওয়া ভ্রমণ প্রিয় মানুষের মধ্যে। বিশেষ করে শিল্পাঞ্চলের মানুষ নতুন এই বাস চালু হওয়ার খবরে ভীষণভাবে খুশি। কারণ শীতের এই মরশুমে একদিনের ছোটখাটো ছুটিতে দিঘা যাওয়ার ইচ্ছে থাকে অনেকেরই। আর একদিনের ছুটিতেই শিল্পাঞ্চলের মানুষ এ বার দিঘা থেকে ঘুরে আসতে পারবেন। ফলে নতুন এই বাস চালু হওয়ার অপেক্ষায় শহরবাসী।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: শীতের মরশুমে নামমাত্র খরচে ঘুরুন দিঘা! সৈকত শহরে বেড়ানোর বিরাট উদ্যোগ রাজ্যের, জানুন
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement