এই অগ্নিকাণ্ডের জেরে সর্বস্বান্ত হয়ে গিয়েছেন হুগলির পাণ্ডুয়ার এই ফল গুদামের মালিক। প্রায় ১৭ লক্ষ টাকার মজুত করা ফল পুরোটাই পুড়ে গিয়েছে। তবে দমকলের তৎপরতায় আগুন আশেপাশে ছড়ায় নি। যদিও ওই ফল গুদামের পাশেই অন্যান্য আরও বেশ কিছু দোকান ছিল। সেগুলোয় আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারতো বলে আশঙ্কা।
advertisement
আরও পড়ুন: দুই বাইকের প্রতিযোগিতার বলি ফেরিওয়ালা
কীভাবে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। তবে দমকলের অনুমান, শুকনো পাতা বা থার্মোকলের মতো কোনও দাহ্য বস্তু ওই ফল গুদামের কাছে পড়েছিল। অসাবধানতাবশত তাতে আগুন লাগে। সেই আগুনই ছড়িয়ে পড়ে এই গুদামে। দমকল আধিকারিক পবিত্র কুমার নন্দী বলেন, অসতর্কতা থেকেই ফল গুদামে আগুন লাগে বলে মনে করা হচ্ছে।
গোটা ঘটনায় ভেঙে পড়েছেন ফল গুদামের মালিক সঞ্জীব ঘোষ। তিনি জানান, আদিবাসীদের বনধের জন্য বৃহস্পতিবার সকালে গুদাম থেকে কোনও ফল বেরোয়নি। তাই মজুত আম, লেবু, আপেল, তরমুজ সব পুড়ে গিয়েছে।
রাহী হালদার