Hooghly News: দুই বাইকের প্রতিযোগিতার বলি ফেরিওয়ালা

Last Updated:

রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে দুটি বাইক নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল। তার‌ই মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আতোয়াল আলিকে ধাক্কা মারে।

হুগলি: দুই বাইকের রেষারেষির বলি হল এক পথচারী। মর্মান্তিক ঘটনাটি গোঘাটের গোয়ালপাতা এলাকার। মৃত ব্যক্তির নাম শেখ আতোয়াল আলি(৩৮)। পেশায় ক্ষেতমজুর ছিলেন। পাশাপাশি সংসার চালাতে পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন জিনিসপত্র ফেরি করতেন। বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে আছে।
সূত্রের খবর, অন্যান্য মতো বুধবার রাতেও কাজ সেরে বাড়ি ফিরছিলেন শেখ আতোয়াল আলি। সেই সময় রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে দুটি বাইক নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল। তার‌ই মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আতোয়াল আলিকে ধাক্কা মারে। গুরুতর আহত হন ওই ব্যক্তি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
এই দুর্ঘটনার খবর বাড়িতে এসে পৌঁছলে শোকে ভেঙে পড়েন আতোওয়াল আলির পরিবারের সদস্যরা। সেইসঙ্গে আরামবাগের পথ নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে এই দুর্ঘটনার পরই সাহায্য করার বদলে বাইক দুটি এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দুই বাইকের প্রতিযোগিতার বলি ফেরিওয়ালা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement