বাংলার বিভিন্ন জেলার বিখ্যাত সমস্ত মিষ্টির মধ্যে অন্যতম কৃষ্ণনগরের সরভাজা এবং সরপুরিয়া
এই মিষ্টির ইতিহাস জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ির সঙ্গে
এই মিষ্টি প্রথম তৈরি হয় ১৯০২ সালে
কৃষ্ণনগরের তৎকালীন মহারাজ এই মিষ্টি খেয়ে খুবই প্রশংসা করেন
রাজবাড়ীর পুজোতেও আনানো হতো এই মিষ্টি
দুধের সর তুলে সেই স্বরকে ভেজে তৈরি হয় বলেই এই মিষ্টির নাম সরভাজা
এই মিষ্টি তৈরির প্রণালী যাতে কেউ জেনে নিতে পারে সেই কারণে দরজা বন্ধ করেই বানানো হতো
সেই থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা ও সরপুরিয়া
শুধু জেলা নয় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও নিজের খ্যাতি অর্জন করেছে এই সরভাজা ও সরপুরিয়া
মূলত এই ভাবেই স্তরে স্তরে ক্ষীর ও সর মিশিয়েই তৈরি করা হয় সুস্বাদু এই সরপুরিয়া যা কিনতে মূলত সারা বছরই লোকের ভিড় লেগে থাকে কৃষ্ণনগরে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন