তাদের মধ্যে কাউকে ৭৫০, আবার কাউকে ৬০০ টাকা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলা সহায়তা কেন্দ্রে বিক্ষোভ দেখায় তারা। এক বছর আগে তাদের এই ট্রেনিং দেওয়া হয়েছিল। আজ প্রায় ৬০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে ডাকা হয়। তাদেরকে বলা হয় সার্টিফিকেট ও টাকা দেবে বলে। যদিও সেই টাকা না পেয়ে বিক্ষোভ দেখায় তারা।
advertisement
আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির যুগে ব্যাটারী চালিত অ্যাম্বুলেন্স ও শববাহী যান
স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা মন্দিরা চক্রবর্তী বলেন, এক বছর আগে তাদেরকে স্কুলের ড্রেস সেলাইয়ের কাজের জন্য ট্রেনিং করানো হয়। কথা ছিল ট্রেনিংয়ের পড়ে আটশ টাকা করে পাবেন তারা ও সঙ্গে দেওয়া হবে একটি সার্টিফিকেট। নির্ধারিত দিনে বিডিও অফিস থেকে তা দেওয়ার কথা হয়েছিল। সেই কথা মতন ভিডিও অফিসে আসেন ওই মহিলারা।
আরও পড়ুনঃ রবিবার কাক ভোরে মোবাইল সামগ্রী উদ্ধার নিয়ে চাঞ্চল্য চুঁচুড়ায়!
তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হলেও সবাইকে সমান টাকা দেওয়া হচ্ছে না বলে তাদের অভিযোগ। কাউকে ৪০০ টাকা কবে ৫০০ টাকা কাউকে ৭০০ টাকা করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ৮০০ টাকা কোন মেয়েরাই পাইনি। তাই তারা ক্ষোভে ভিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি তাদের প্রাপ্য পর্যাপ্ত টাকা যেন দেওয়া হয়।
Rahi Haldar