Hooghly News: পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির যুগে ব্যাটারী চালিত অ্যাম্বুলেন্স ও শববাহী যান
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
মাত্রাতিরিক্ত পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির যুগে এক অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের। জেলার তথা রাজ্যের মধ্যে প্রথম ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স ও শববাহী যানের সূচনা হল হুগলির বৈদ্যাবাটি পুরসভায়।
#হুগলি : মাত্রাতিরিক্ত পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির যুগে এক অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের। জেলার তথা রাজ্যের মধ্যে প্রথম ব্যাটারিচালিত অ্যাম্বুলেন্স ও শববাহী যানের সূচনা হল হুগলির বৈদ্যাবাটি পুরসভায়। সম্পূর্ণ বিনামূল্যে ওই এলাকার সমস্ত বাসিন্দারা ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স ও শববাহী যান ব্যবহার করার পরিষেবা পারবেন। একই সঙ্গে পার্শ্ববর্তী ওয়ার্ড এর দুস্থ বাসিন্দাদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে । ২০ নম্বর ওয়ার্ডের চ্যাংড়াপুকুর মাঠে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় এই ব্যাটারি চালিত যানের।
হুগলীর বৈদ্যবাটী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর হরিপদ পালের মস্তিষ্ক প্রসূত উদ্যোগ এই ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স ও শববাহী যান। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুর প্রধান পিন্টু মাহত, পৌর পরিষদ দপ্তারের সুবীর ঘোষ সহ আরও অনেকে। উদ্বোধনের পরের দিন থেকেই সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তায় রয়েছে এই অ্যাম্বুলেন্সে ও শববাহী যান। ব্যাটারি চালিত হওয়ার দরুণ, একদিকে যেমন এই গাড়িগুলি পরিবেশ বান্ধব ঠিক তেমনি অন্যদিকে ছোট দূরত্ব যাওয়ার জন্য খুবই উপযোগী বলে মনে করছেন পৌরসভার সদস্যরা।
advertisement
advertisement
এই বিষয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল জানান, যে হারে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে সেখানে অ্যাম্বুলেন্সের ভাড়া মানুষের সাধ্যের বাইরে বেরিয়ে যাচ্ছে। স্বভাবতই তেলের দাম ভারার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়াও বৃদ্ধি করতে হচ্ছে। দুস্থ মানুষরা এত ব্যয়বহুল ব্যবহার না করতে পারার জন্য তাদের থমকে যেতে হচ্ছে। তাই সমস্ত দুস্থ গরিব মানুষদের কথা মাথায় রেখেই ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স তাদের জন্য নিয়ে আসা। একদিকে যেমন এই অ্যাম্বুলেন্স পরিবেশবান্ধব অন্যদিকে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের জন্য ২৪ ঘন্টা রাত্র দিন পরিষেবা দিয়ে যাবে।
advertisement
Rahi Haldar
view commentsLocation :
First Published :
December 19, 2022 3:32 PM IST