ভারতের মাটিতে প্রাক্তন ব্রাজিলিও ক্যাপ্টেন একদম ভারতীয় সংস্কৃতিতে। সাদা শাড়িতে স্ত্রী ডিয়াগো জিন্স ও টি-শার্টে কাফু। দেবী জগদ্ধাত্রী সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানালেন। রবিবার সকালে একদম অন্যরকম ছবি ধরা পরল হুগলির রিষড়ায়। দিয়াগো এবং কাফুর সোশ্যাল মিডিয়ায় ছবিতে নেটিজেনরা কমেন্ট করছেন ‘‘রব নে বানাদি জোড়ি’’। এদিন রিষড়ায় প্রিয় কিংবদন্তি ফুটবলার কে দেখতে ভিড় ও ছিল মানুষের।
advertisement
আরও পড়ুন - ভারতীয় ফুটবল দলকে নিয়ে আশাবাদী প্রাক্তন ব্রাজিলীয় ক্যাপ্টেন কাফু
রবিবার সকালে প্রথমে বাঙ্গুর পার্কের একটি ফুটবল গ্রাউন্ডে কচিকাচাদের সঙ্গে ফুটবল খেলতে দেখা যায় তাকে। সেখান থেকে বেরিয়ে স্ত্রী এর সঙ্গে রিষড়ার বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসেন কাফু। রবিবার সকালে কুচে কাচাদের সঙ্গে ফুটবল পায়ে খেলতে দেখা যাবে তাকে। ক্যান্সার জয় করে রিষড়ার এক বাসিন্দা কে অভিবাদনও জানান তিনি।
শুধু তাই নয় এই দিন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার জানান কলকাতায় আসার পর থেকে তার অভিজ্ঞতার কথাও। তিনি বলেন, ভারতের মানুষদের ফুটবলের প্রতি প্রেম ও ব্রাজিল দলের প্রতি তাদের ভালোবাসা তাকে আপ্লুত করেছে। একই সঙ্গে তিনি জানান তিনি ভারতীয় ফুটবল দলকে নিয়ে কতটা আশাবাদী। তিনি আশাবাদী খুব শিগগিরই ভারতীয় ফুটবল দল ব্রাজিলের সঙ্গে ফুটবল বিশ্বকাপ খেলবে।
Rahi Halder