এই সময় কাজ চলাকালীন মেইন শাখায় কমবেশি চল্লিশ জোড়া দূরপাল্লার মেইল, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। খন্নান থেকে চুঁচুড়ার মধ্যে কোন ট্রেন চলাচল করবে না এই তিন দিন। কাটোয়া শাখায় ট্রেন চলাচল করবে ত্রিবেণী স্টেশন পর্যন্ত।
আরও পড়ুনঃ গিনিস বুকে ব্যান্ডেল স্টেশনের নাম! কেন? জানুন
advertisement
যে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল, বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, শিয়ালদা আসানসোল ইন্টারসিটি, মালদহ ইন্টারসিটি, ময়ূরাক্ষী, আজিমগঞ্জ কবিগুরু, জামালপুর কবিগুরু, হুল এক্সপ্রেস, গণদেবতা কুলকি এক্সপ্রেস বালুরঘাট, তিস্তা তোর্সা এক্সপ্রেস, কামরূপ, হাটে বাজারে একপ্রেস, রধিকাপুর, পাহাড়িয়া, কামাখ্যা - পুরী, শিয়ালদা - রামপুরহাট, বলিয়া, গোরক্ষপুর - কলকাতা, গঙ্গাসাগর, রক্সৌল মিথিলা এক্সপ্রেস সহ ৪০ জোড়ার ও বেশি ট্রেন।
আরও পড়ুনঃ দুমাস ধরে উত্তরপাড়া স্টেশনে! অবশেষে প্রশাসনের চোখে পড়তেই বৃদ্ধার ঠাঁই বৃদ্ধাশ্রমে
তিন দিন ট্রেন বন্ধ থাকায় হয়রানির মুখে পড়তে হবে সাধারণ নিত্যযাত্রীদের। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে সেই হয়রানির স্বীকার করতে প্রস্তুত নিত্যযাত্রীরা। নিশ্চই যাত্রীদের অভিযোগ যে সময়ে রেল বন্ধ করা হল সেই সময়ে বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষা চলছে। তাই রেল কর্তৃপক্ষ যদি এই বিষয়টি অবগত রেখে কাজ করত তাহলে বেশি ভালো হত বলে জানাচ্ছেন তারা।
Rahi Haldar