TRENDING:

Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!

Last Updated:

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। আহত এসিস্ট্যান্ট ম্যানেজার চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: অতিরিক্ত কাজের চাপ দেওয়ার ফলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কাটারি কোপ দিল অ্যাকাউন্টেন্ট! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। আহত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিতা বোস চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত অ্যাকাউন্টেন্ট বুদ্ধদেব মণ্ডলকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।
advertisement

চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিতা বোসের ওপর কাটারি নিয়ে হামলা করেন ওই ব্যাঙ্কেরই ক্যাশিয়ার বুদ্ধদেব মণ্ডল। এদিন বিকেল পাঁচটা নাগাদ ব্যাঙ্কের মধ্যে এই ঘটনা ঘটে। কাটারির আঘাতে অঙ্কিতার কান ও মাথার পিছনে কেটে যায়। সহকর্মীরা অঙ্কিতাকে তড়িঘড়ি চন্দনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার চিকিৎসা হয়। পুরানো কোন রাগ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছেন সহকর্মীরা।

advertisement

আরও পড়ুন Murshidabad News: পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মারা হয়েছে, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় মহিলা

ব্যাঙ্কের এক কর্মী জানান, তিনি যখন ব্যাঙ্কে ঢোকেন সেই সময় তিনি ক্যাশিয়ারের কাছে কাটারি দেখতে পান। তবে কী কারণে এই হামলা তা জানা নেই। সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই কাজের চাপ নিয়ে দুজনের মধ্যে রাগারাগি ছিল। সেইখান থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। ঘটনা তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ। আটক করা হয়েছে ক্যাশিয়ার বুদ্ধদেব মণ্ডলকে ।

advertisement

View More

আরও পড়ুন Nadia News: গাড়ি থেকে বাইক আরোহীর উদ্দ্যেশে ছোড়া হল পাউডার জাতীয় গুড়ো! মুহূর্তে জ্ঞান হারালেন ব্যক্তি

পুলিশকে তিনি জানিয়েছেন বেশ কিছুদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে অতিরিক্ত কাজের চাপ দিচ্ছিল৷ সেই কারণে তার মাথায় রাগ চেপে যায়।বুদ্ধদেব চন্দনগরেই একটি বাসা ভাড়া নিয়ে থাকেন।অঙ্কিতা ব্যারাকপুরের বাসিন্দা।পুলিশ জানিয়েছে চন্দননগর হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাবে পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল