Nadia News: গাড়ি থেকে বাইক আরোহীর উদ্দ্যেশে ছোড়া হল পাউডার জাতীয় গুড়ো! মুহূর্তে জ্ঞান হারালেন ব্যক্তি

Last Updated:

নাকে অজ্ঞান করার পাউডার দিয়ে মোটরসাইকেল আরোহী এক যুবককে অপহরণের চেষ্টা চার চাকা গাড়িতে থাকা তিন দুষ্কৃতীর বিরুদ্ধে

অজ্ঞান করার পাউডার দিয়ে মোটরসাইকেল আরোহীকে অপহরণের চেষ্টা 
অজ্ঞান করার পাউডার দিয়ে মোটরসাইকেল আরোহীকে অপহরণের চেষ্টা 
#নদিয়া: নাকে অজ্ঞান করার পাউডার দিয়ে মোটরসাইকেল আরোহী এক যুবককে অপহরণের চেষ্টা চার চাকা গাড়িতে থাকা তিন দুষ্কৃতীর বিরুদ্ধে৷ অবস্থায় রাস্তার পাশে থাকা যুবককে পথচারীরা ভর্তি করল হাসপাতালে।জানা যায় সন্ধ্যায় চার চাকা গাড়ি থেকে দুষ্কৃতীরা মোটরসাইকেল আরোহীর নাকে অজ্ঞান করা পাউডার ছুড়ে, ব্যর্থ হল শেষে, তবে পথের পাশেই অচৈতন্য অবস্থায় পড়ে রইলেন মোটরসাইকেল আরোহী। এলাকার পথ চলতি মানুষের তৎপরতায়, উদ্ধার।
আরও পড়ুন North 24 Parganas News: বিদেশে চাকরির নাম করে হত অপহরণ, চাওয়া হত মোটা অঙ্কের টাকা
এই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বটতলা সংলগ্ন লক্ষীতলায়। গোবিন্দপুরের বাসিন্দা ২৮ বছরের যুবক দেবব্রত রায় পেশায় ক্রিকেট কোচ। তার একটি পায়ে সমস্যা থাকার কারণে ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। অন্য আর পাঁচটা দিনের মতো মাঠ থেকে, খেলাধুলার শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি, শান্তিপুর এক নম্বর রেলগেটের কাছে এসে, প্রতীক্ষায় থাকে গেট ওঠার। ঠিক সে সময় বাঁদিকে একটি সাদা রঙের একটি গাড়ি থেকে তাকে লক্ষ্য করা হয়।
advertisement
ওই গাড়ির চালক এবং চারটি আসনে একজন ছিলেন সামনে, দুজন ছিলেন পেছনে তবে তাদেরকে চিনতে পারেননি দেবব্রত বাবু । অপহরণ করার মতন কোনও বিষয়ে তিনি আন্দাজ করতে পারছেন না৷ তবে সাময়িকভাবে গলায় সোনার চেন এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হয়তো এই দুষ্কর্ম বলে মনে করছেন তিনি। শান্তিপুর হাসপাতালে এক ঘণ্টা বাদে সে কিছুটা স্বাভাবিক হওয়ার পর জানান, রং বুঝতে পারেননি তবে ঝাঁজালো কিছু একটা গন্ধ যুক্ত এক মুঠ পাউডার তার মুখ লক্ষ্য করে ছুঁড়ে দেয় ওই গাড়িতে চালকের পাশে বসে থাকা ব্যক্তি।
advertisement
advertisement
 
সময় এবং ওই গাড়ির বিবরণ অনুযায়ী শান্তিপুর শহরের মধ্য দিয়ে আসার কোনও সিসি ক্যামেরায় গাড়ির নম্বর পাওয়া গেলে, মিলবে দুষ্কৃতীদের হদিশ। এই মর্মে তিনি একটি লিখিত আবেদন জানান শান্তিপুর থানায়।অতি তৎপরতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: গাড়ি থেকে বাইক আরোহীর উদ্দ্যেশে ছোড়া হল পাউডার জাতীয় গুড়ো! মুহূর্তে জ্ঞান হারালেন ব্যক্তি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement