North 24 Parganas News: বিদেশে চাকরির নাম করে হত অপহরণ, চাওয়া হত মোটা অঙ্কের টাকা

Last Updated:

আর গোটা ঘটনার তদন্তে নেমে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসল পুলিশের কাছে।

+
সাংবাদিক

সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিক

#অনুপ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা: আন্তঃদেশীয় কিডন্যাপিং চক্রের পর্দাফাঁস করল বিধাননগর পুলিশ কমিশনারেট। কলকাতা বিমানবন্দর থেকে ১৮ জন যুবককে উদ্ধার করল বিধাননগর কমিশনারেটের এনএসসিবিআই থানার পুলিশ। বিদেশে চাকরি দেওয়ার নাম করে, কিডন্যাপিং করা হচ্ছে ছাত্র থেকে ভিন রাজ্যের পড়ুয়াদের। আর গোটা ঘটনার তদন্তে নেমে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসল পুলিশের কাছে।
জেলার বিমানবন্দর সংলগ্ন এলাকায় গজিয়ে উঠেছে এ ধরনেরই প্রতারণা চক্রের জাল। প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর হরিয়ানার বাসিন্দা নরেশ কুমার এনএস সিবিআই থানায় এসে জানান তার ছেলে রাহুল কুমার অগাস্ট মাসের ২৮ তারিখ থেকে নিখোঁজ। তিনি শেষ কলকাতায় এসেছিলেন। এরপরে বিধাননগর এনএস সিবিআই থানার পুলিশের কাছে সেপ্টেম্বর মাসে ইমেল মারফত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ।
advertisement
আরও পড়ুন Latest Weather Update: ১-২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে নামবে বৃষ্টি, চমকাবে বিদ্যুৎ! সাবধানে থাকুন, নির্দেশ হাওয়া অফিসের
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে, দমদম ও এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে সুরেশ সিনহা, রাকেশ প্রসাদ সিনহা, ধীরাজ দাসকে গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ কলকাতা বিমানবন্দর থেকে মোট ১৮ জনকে উদ্ধার করে। পুলিশের দাবি, এদের পরিবারের থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে, তাদের আমেরিকা নিয়ে যাওয়া হবে বলে কলকাতায় নিয়ে আসে এই চক্রের প্রতারকেরা। এরপরে এদের আটকে রেখে এদের পরিবারের থেকে টাকা আদায় করে।
advertisement
advertisement
রাহুলের ক্ষেত্রে তার পরিবারের থেকে ৪৯ লক্ষ টাকা দাবি করে। এরমধ্যে রাহুলের বাবা ৪০ লক্ষ টাকা দিয়েও দেন। কিন্তু তারা জানতে পারেন, শেষ অব্দি যোগাযোগ হওয়া পর্যন্ত তাদের ছেলে কলকাতায় রয়েছে। রাহুল সহ ১৮ জনকে ইকোপার্ক থানার অন্তর্গত ইকো আরবান ভিলেজের বাসিন্দা ডাঃ গৌর চন্দ্র বিশ্বাস এর বাড়িতে আটকে রাখা হয়েছিল এবং তাদের ভয় দেখিয়ে আমেরিকার নম্বর ব্যবহার করে তাদের বাড়িতে ফোন করে বলানো হত তাদের ছেলে ভাল আছে।এটি একটি বড়সড়ো আন্তর্জাতিক কিডনাপিং র‍্যাকেট, এমনটাই দাবি বিধাননগর কমিশনারেটের।
advertisement
এই র‍্যাকেটের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মূলত বিদেশে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন রাজ্য থেকে যুবকদের যোগাযোগ করা হয়। পানিপথ এবং দিল্লিতে এজেন্সি খুলে বিদেশে চাকরি দেওয়ার নাম করে এই কিডনাপিং চক্র চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে।
advertisement
(রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিদেশে চাকরির নাম করে হত অপহরণ, চাওয়া হত মোটা অঙ্কের টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement