East Medinipur News: উন্নয়নের নিরিখে জেলাকে বাংলায় শীর্ষ নিয়ে যাওয়ার লক্ষ্য জেলা পরিষদের

Last Updated:

সামনেই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলাকে সারা বাংলায় উন্নয়নের নিরিখে এগিয়ে নিয়ে যান লক্ষ্য রাখল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।

+
Purba

Purba Medinipur Zilla parishad 

#পূর্ব মেদিনীপুর: উন্নয়নের নিরিখে বাংলায় তৃতীয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, চার মাসে প্রথমস্থানে নিয়ে যাওয়ার আশ্বাস জেলা পরিষদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলাকে সারা বাংলায় উন্নয়নের নিরিখে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। রাস্তাঘাট থেকে পানীয়, গৃহহীনদের বাড়ি সহ সামগ্রিক উন্নয়নে নিরিখে পশ্চিমবাংলায় তৃতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। আগামী দিনে তা প্রথম স্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর জেলা পরিষদ।
 
advertisement
এদিন জেলা পরিষদে নতুন জেলা সভাধিপতি নির্বাচিত হন পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য উত্তম বারিক। প্রসঙ্গত জেলা পরিষদের পূর্বতন সভাধিপতি দেবব্রত দাসের মৃত্যুর পর, আসনটি খালি ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর সফরে এসে পূর্ব মেদিনীপুর জেলার বিধায়ক ও জেলা পরিষদের সদস্য সঙ্গে বৈঠক করে উত্তম বারিককে পূর্ব মেদনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি হিসাবে ঘোষণা করেন। নিয়ম মেনে ২৬ শে সেপ্টেম্বর সোমবার জেলা পরিষদের সভাঘরে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন উত্তম বারিক।
advertisement
আরও পড়ুন: জাগো বাংলার অনুষ্ঠানে অনুপস্থিত বাবুল সুপ্রিয়, ‘বিস্মরণ’ নিয়ে চর্চা তুঙ্গে
সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার নবনির্বাচিত জেলা পরিষদের সভাপতি হিসেবে এদিন শপথ নেন উত্তম বারিক। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শ্বেতা আগরওয়াল। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে উন্নয়ন হবে, সেই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের বিশেষ জোর দেওয়ার কথাও জানান উত্তম বারিক।
advertisement
জেলা পরিষদের নতুন সভাধিপতি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানান, নিয়ম মেনেই আমরা রাস্তা ঘাট থেকে অন্যান্য উন্নয়নমূলক কাজ চলছে। অক্টোবর মাসে অনেক নতুন রাস্তাঘাট ও অন্যান্য উন্নয়নমূলক কাজের টেন্ডার হয়ে গেছে, পুজোর মধ্যে আমরা ওয়ার্ক ওর্ডার পাশ করব। অক্টোবর ও নভেম্বর মাসে জেলাজুরি কাজ হবে যা ডিসেম্বর মাসে এক্সপেন্ডিচার দেখতে পারব। আমরা তৃতীয় নয় প্রথম স্থানে যেতে চাই।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: উন্নয়নের নিরিখে জেলাকে বাংলায় শীর্ষ নিয়ে যাওয়ার লক্ষ্য জেলা পরিষদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement