জাগো বাংলার অনুষ্ঠানে অনুপস্থিত বাবুল সুপ্রিয়, ‘বিস্মরণ’ নিয়ে চর্চা তুঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Babul Supriyo : সেখানে সব শিল্পী গান পরিবেশন করলেও অনুপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নজর এড়ায়নি দলের শীর্ষ নেতৃত্বের।
কলকাতা : তৃণমূলে যোগ দেওয়ার দ্বিতীয় বছরেই ‘জাগো বাংলা’-র শারদীয়া উৎসবে অনুপস্থিত বাবুল। রাজ্য মন্ত্রিসভার প্রথম বারের সদস্য হওয়ার পরে বাবুলের দলীয় অনুষ্ঠানে অনুপস্থিতি মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি। প্রকাশ্যে পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই তা জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুযোগের সামনে দাড়িয়ে দৃশ্যত বিব্রত দেখিয়েছে বাবুল সুপ্রিয়কে।
‘মান বাঁচাতে’ মুখ্যমন্ত্রীর গাড়ির জানলায় বিহ্বল বাবুলকে দেখা যায় কিছু একটা বুঝিয়ে বলার মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে বাবুল ভুলে যাওয়ার যে কথা বলেছেন তাতে দলের শীর্ষ নেতৃত্ব কতটা মেনে নেবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। অন্যান্য বারের মতোই, রবিবার মহালয়ার দিন জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ হয়৷ সেখানে মুখ্য়মন্ত্রীর কথা ও সুরে প্রকাশ পায় 'উৎসবের গান' অ্যালবাম। সেখানে সব শিল্পী গান পরিবেশন করলেও অনুপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নজর এড়ায়নি দলের শীর্ষ নেতৃত্বের।
advertisement
এর পরেই অবশ্য সন্ধ্যায় চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখোমুখি হন বাবুল সুপ্রিয়৷ তাঁর গানের অ্যালবাম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই উল্লেখ করা হয়, বাবুল সুপ্রিয় তাঁর লেখা পুজোর গান অন্তর থেকে গাননি। মহালয়ায় পুজোর উদ্বোধনে চেতলা গিয়ে বালিগঞ্জের বিধায়ক তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়কে এমনই অনুযোগ করলেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন, “বাবুল তুমি আমার গান অন্তর থেকে গাওনি।”
advertisement
advertisement
আরও পড়ুন : ভার্চুয়াল মাধ্যমে ২৬৩ টি উদ্বোধন, পুজোকে হতিয়ার করে জনসংযোগ মুখ্যমন্ত্রীর
রবিবার নজরুল মঞ্চে জাগো বাংলা-র উৎসব সংখ্যার উদ্বোধন হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানেরও উদ্বোধন হয়েছে। সেই অনুষ্ঠানে গান গেয়েছেন অনেক শিল্পীই। কিন্তু বাবুলকে দেখা যায়নি সেই অনুষ্ঠানে। ওই দিন নজরুল মঞ্চে বাবুলেরও গান গাওয়ার কথা ছিল। বাবুলকে না দেখতে পেয়ে তাঁর খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন বাবুলকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, তা খোঁজ নেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা ও অভিষেক দুজনকেই জানানো হয় বাবুলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন বাবুলের সঙ্গে দলের তরফে যোগাযোগ করা হয়েছিল। তৃণমূল সূত্রে খবর, বাবুলের সঙ্গে দলের তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী ২৫ তারিখে তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর পর দলের তরফে জানানো হয়, সেদিনই তো ২৫ তারিখ।
advertisement
আরও পড়ুন : গভীর খাদে পড়ে গেল যাত্রিবাহী গাড়ি, হিমাচলের কুলুতে নিহত ৭ পর্যটক, আহত ১০ জন
এই ঘটনাপ্রবাহে মনে করা হচ্ছে ওই অনুষ্ঠানের কথা বাবুল ভুলে গিয়েছিলেন। এর পর চেতলায় গিয়ে বাবুলের সঙ্গে দেখা হয় মমতার। এ বার পুজোয় নিজের গান প্রকাশ করেছেন বাবুল। তার পরই মমতা বলে ওঠেন, “বাবুল তুমি অন্তর থেকে আমার গান গাওনি। এই দেখো অদিতি নজরুল মঞ্চে গেল, গাইল। আবার এখানেও এসেছে।”
advertisement
মুখ্যমন্ত্রীর এই কথায় দৃশ্য়তই অস্বস্তিতে পড়েন বাবুল। বলেন, “২৫ তারিখ যে আজকেই ভুলে গিয়েছিলাম। টেনশন হয়।” মুখ্যমন্ত্রী তখন বলেন, “বাড়িতে স্ত্রী-মেয়ে আছে তো। স্ত্রীকে অর্ধেক টেনশন দিয়ে দেব।" তবে বাবুলের এই ভুলে যাওয়ার বিষয় নিয়ে শুরু হয়েছে চর্চা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 26, 2022 10:58 AM IST