গভীর খাদে পড়ে গেল যাত্রিবাহী গাড়ি, হিমাচলের কুলুতে নিহত ৭ পর্যটক, আহত ১০ জন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Kullu Accident: রবিবার রাত ৮.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বাঞ্জার সাবডিভিশনে ঘিয়াঘির কাছে
নয়াদিল্লি: হিমাচল প্রদেশের কুলু জেলায় যাত্রিবাহী গাড়ি খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ৭ পর্যটকের৷ আহত হলেন ১০ জন৷ নিহত পর্যটকদের মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও দিল্লির বাসিন্দারা আছেন৷ রবিবার রাত ৮.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বাঞ্জার সাবডিভিশনে ঘিয়াঘির কাছে৷ সংবাদসংস্থার কাছে দুর্ঘটনার খবর জানিয়েছেন বাঞ্জারের বিজেপি বিধায়ক সুরিন্দর শৌরি৷
দুর্ঘটনায় আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় বাঞ্জার হাসপাতালে৷ তার পর প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় কুলু হাসপাতালে৷ কুলু জেলার ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন গাড়িতে মোট চালক-সহ মোট ১৭ জন ছিলেন৷
advertisement
advertisement
HP | 7 people killed & 10 others injured after a tourist vehicle rolled down from a cliff at 8:30pm yesterday on NH-305 in Ghiyagi area of Banjar Valley in Kullu. 5 injured are shifted to Zonal hospital, Kullu & 5 are under treatment at Banjar in a hospital: Gurdev Singh SP Kullu pic.twitter.com/FX7GPxQq7T
— ANI (@ANI) September 26, 2022
advertisement
আরও পড়ুন : রাজস্থানে বিদ্রোহ সামাল দিতে আসরে সনিয়া, গেহলট বলছেন তাঁর হাতে কিছুই নেই!
পুলিশ সুপার গুরুদেব সিং জানিয়েছেন, ‘‘৭ জনের মৃ্ত্যু হয়েছে৷ এ ছাড়াও আহত হয়েছেন ১০ জন৷ আহতদের মধ্যে ৫ জনকে পাঠানো হয়েছে কুল্লুর জোনাল হাসপাতালে৷ বাকি ৫ জনের চিকিৎসা চলছে বাঞ্জারের স্থানীয় হাসপাতালে৷’’
advertisement
রবিবার রাতভর উদ্ধারকাজ চালানোর জন্য উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক সুরিন্দর শৌরি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 9:19 AM IST