দমকল কর্মীরা জলের সংকট অনুভব করেন আগুন নেভানোর কাজ চালানোর সময়। তবে দীর্ঘ সময় পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী।এদিনের আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
আরও পড়ুন: উন্নত পরিকাঠামো ছাড়াই জটিল অস্ত্রোপচারে সাফল্য, নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
advertisement
স্থানীয়রা জানান, একটি চিপসের কারখানায় আগুন লাগে। সকলে ছুটে এসে দেখি ক্রমশ ওই কারখানায় আগুন বাড়তে থাকে। পাশের কারখানার স্থানীয় কর্মীরা জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি ভয়াবহ আকার হয়। আগুন নিয়ন্ত্রণে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকল পৌঁছতে পৌঁছাতে পুড়ে ছাই হয়ে যায় কারখানার সব জিনিসপত্র।
আরও পড়ুন: হু-হু করে বইবে লু! বাড়বে গরম! তবে বৃষ্টি কিন্তু হবে! জানুন কবে, কোথায়!
দমকলের এক আধিকারিক জানান, কারখানার ভেতর শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে মনে করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হলেও জলের সমস্যার কারণে অনেকটাই নিজেদেরকে অসুবিধায় পড়তে হয় বলে জানা গিয়েছে।
শুভজিৎ ঘোষ