West Bengal Weather Updates: হু-হু করে বইবে লু! বাড়বে গরম! তবে বৃষ্টি কিন্তু হবে! জানুন কবে, কোথায়!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
West Bengal Weather Updates: কমবে না গরম! তবে আছে বৃষ্টির খবর!
advertisement
advertisement
advertisement
advertisement
অপরদিকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপ প্রবাহের সর্তকতা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া , বাঁকুড়া , বীরভূম , পশ্চিম বর্ধমান , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , মুর্শিদাবাদ ও নদিয়াতে জারি রয়েছে তাপ প্রবাহের সতর্কতা। লু বইবার সম্ভাবনা থাকছে এই জেলা গুলিতে। গেরুয়া সতর্কতা দেওয়া হয়েছে।(Reported By: Sarmistha Banerjee)
advertisement
প্রতিদিনই পুরুলিয়া জেলাতে তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। মঙ্গলবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। পুরুলিয়া জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । (Reported By: Sarmistha Banerjee)