রথের দড়িতে টান দেখতে আসা লক্ষাধিক ভিড়ের সমাগমকে সামাল দেওয়ার জন্য মজুত ছিল পর্যাপ্ত পরিমাণের পুলিশ বাহিনী। রথের চাকা বিকেল চারটের পর গড়াতে শুরু করে মাসির বাড়ি থেকে এবং সন্ধ্যে শটা নাগাদ তা এসে পৌঁছায় মাহেশ জগন্নাথ বাড়িতে। চন্দন যাত্রা উৎসব থেকে শুরু হয় মানুষের রথযাত্রার। এবং সমাপ্তি ঘটে পুনর যাত্রা উৎসবের মাধ্যমে।
advertisement
আরও পড়ুনঃ প্রসূতির মৃত্যুকে ঘিরে চলল পুলিশের লাঠি, ভাঙা হল নার্সিংহোম!
পুরান মতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবের পর খুব মাথা ধরে যায়। তারপর তাকে ১০৮ ঘরা জল দিয়ে স্নান করানো হলে মহাপ্রভু পড়েন ভীষণ জ্বরে। তারপর ১৫ দিন তিনি থাকেন একান্তে নিভৃতে গর্ভগৃহের মধ্যে। তারপরে মহাপ্রভু সুস্থ হলে সেই দিন পালিত হয় নবযৌবন উৎসব।
আরও পড়ুনঃ পলিথিন পকেটের গায়ে ৭৫ মাইক্রন ছাপ! তবে পরীক্ষায় প্রমাণিত চল্লিশ থেকে পঞ্চাশ
ঠিক তার একদিন পরেই মহাপ্রভু রথে চেপে রওনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। মাসির বাড়িতে আট দিন থাকার পর নয় দিনের মাথায় আবারও তিনি রওনা দেন নিজের বাড়ির উদ্দেশ্যে। পুনর যাত্রা উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।
Rahi Haldar