Hooghly: প্রসূতির মৃত্যুকে ঘিরে চলল পুলিশের লাঠি, ভাঙা হল নার্সিংহোম!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সূতির মৃত্যুকে কেন্দ্র করে চলল পুলিশের লাঠি। ভাঙ্গচূর চলল নার্সিংহোমে। চোখের জলে ভাসাচ্ছেন মৃতর পরিবার। হুগলির ধনিয়াখালীর গুড়াপের বেসরকারি হাসপাতালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
#হুগলি : প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চলল পুলিশের লাঠি। ভাঙ্গচূর চলল নার্সিংহোমে। চোখের জলে ভাসাচ্ছেন মৃতর পরিবার। হুগলির ধনিয়াখালীর গুড়াপের বেসরকারি হাসপাতালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে যখন চন্ডীতলা বরিহাটের বাসিন্দা সুশান্ত মালিকের স্ত্রী অনিন্দিতা মালিককে ভর্তি করা হয় গুড়াপের ওই বেসরকারি নার্সিংহোমে। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে অনিন্দিতাকে অস্ত্র প্রচারের মাধ্যমে প্রসব করানো হয় একটি কন্যা সন্তানের। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রাতে তাদের জানায় সদ্যোজাত কন্যা সন্তান এবং তার মা দুজনেই সুস্থ আছেন। এরপরেই রাতে রুগী পরিবারের লোক বাড়ি চলে যান। সকালে এসে জানতে পারেন অনিন্দিতার মৃত্যু হয়েছে। এরপর ক্ষোভে ফেটে পড়েন তারা । নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের লোকজন।
রোগীর পরিবারের কিছু উত্তেজিত সদস্য ভাঙচুর চালায় নার্সিংহোমে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে মৃতের স্বামী । উত্তেজনা সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হয়। ঘটনায় মৃতের পরিবারের বেশ কয়েকজন কে আটক করেছে পুলিশ। মৃত অনিন্দিতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অপরদিকে চোখের জলে ভাসাচ্ছে মৃতের পরিবার পরিজনরা।
advertisement
advertisement
মৃতের স্বামী মহারাষ্ট্রের একটি সোনার দোকানে কর্মরত কর্মচারী। নিজের সন্তান হবে বলে বাড়ি ফিরেছিলেন মহারাষ্ট্র থেকে। মৃত অনিন্দিতার কাকা মানিক মালিকের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় তার ভাইজির। তিনি আরও চাঞ্চল্যকর দাবি করেন, নার্সিংহোম কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স থেকে রোগীকে ট্রান্সফার করানোর ব্যবস্থা করছিলেন।
advertisement
কিন্তু রোগীর পরিবার বুঝতে পারেন কোথাও একটা গন্ডগোল রয়েছে। তারপরই বেরিয়ে আসে আসল সত্য যে মৃত্যু হয়েছে সদ্যোজাত কন্যা সন্তানের মায়ের। রোগীর পরিবার নার্সিংহোমের কাছে ক্ষতিপূরণের দাবিও করেছে।
Rahi Haldar
Location :
First Published :
July 07, 2022 6:01 PM IST