বালুরঘাটের শিবতলি এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে বিষয়টি খেয়াল করেন। তাঁরা দেখেন, সদর দরজার তালা ভাঙা ,সেটি হাট করে খোলা আছে। বাড়ির ভেতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে রাখা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন: মহিলাদের স্বাবলম্বী করতে নতুন উদ্যোগ, জেলায় চালু হল বিশেষ কেন্দ্র
স্থানীয় সূত্রে খবর, ডাক্তার দেখানোর জন্য ওই বাড়ির সদস্যরা কলকাতায় গিয়েছিলেন। গোটা বাড়িটাই ফাঁকা অবস্থায় তালা-চাবি দেওয়া ছিল। সেই সুযোগে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরপর একাধিক আলমারি ভেঙে টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়।
তবে ঠিক কত টাকা বা কত সোনার গয়না খোয়া গেছে তা ওই বাড়ির সদস্যরা না ফিরলে বলা সম্ভব নয়। তাঁদেরকে এই বিপর্যয়ের কথা ফোন করে জানিয়েছেন প্রতিবেশীরা। এদিকে ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্ত শুরু করেছে। তারা আশ্বস্ত করেছে, খুব দ্রুত চোরের দলকে ধরে ফেলা হবে।
সুস্মিতা গোস্বামী