লাখ টাকার চাকরি ছেড়ে এই ব্যবসায় দারুণ আয় 

ভবিষ্যৎ প্রজন্মকে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

২০০০ স্কোয়ার মিটার এলাকায় পলি হাউস করে ২২ হাজার আর্কিড গাছের চারা লাগিয়েছেন 

বিজ্ঞানসম্মত উপায়ে অর্কিডের চাষ করে বার্ষিক মোটা অঙ্কের লাভের দিশা দেখাচ্ছেন 

খড়্গপুরের ইন্দার বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা সুকান্ত চক্রবর্তী 

২০১৯ সালের ডিসেম্বরে চাকরি ছেড়ে কেশিয়াড়ি ব্লকের খাজরা এলাকায় শুরু করেন অর্কিড চাষ 

বর্তমানে অর্কিড ফুলের চাহিদা থাকলেও এর চাষ খুব কম হয়

উন্নত প্রজাতির এই অর্কিডের চাষ করতে সন্তান সুলভ পরিচর্যা করতে হয়

পাশাপাশি নারকেল ছোবড়ার উপরে গাছ লাগিয়ে প্রতিদিন জল, প্রয়োজনীয় খাবার দিলে প্রায় বছর দেড়েক পর প্রতিদিন ফুল পাওয়া যাবে 

পার্শ্ববর্তী কলকাতা সহ অন্য বাজারে বিক্রি করে বাড়তি মুনাফা পাওয়া যাবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন