তাঁর কথায়,সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরি করে পুজো করেন। কিন্তু তিনি কাপড় আর সুচ সুতো নিয়েই হাতের কাজ করতে ভালবাসেন। তবে, শুধুমাত্র দেবী দুর্গাই নয়, দেবীর পায়ের কাছে রয়েছে অসুরও। ২০ দিনেই রূপালী চক্রবর্তী গড়ে তুলেছেন দুর্গাপ্রতিমা। যা দেখতে পাড়াপড়শিরাও এখন থেকেই ভিড় জমাচ্ছেন।
আরও পড়ুন:অবাক কাণ্ড! প্রতিমা তৈরি থেকে পুজো সব করে খুদেরা! এবার তিন বছরে পড়ল এই দুর্গাপুজো
advertisement
রূপালী দেবীর এমন প্রতিভার কথা এখন শুধু বালুরঘাটবাসী নয়, জেলাবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে। শিল্পীর এই নতুন শিল্পকর্ম দেখতে বহু মানুষ তাঁর বাড়িতে ভিড় করছেন।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja 2024: বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা বানিয়ে চমক! রূপালির বাড়িতে প্রতিমা দেখতে ভিড়





