পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আইনুর রহমান (৫৪), এবং অপরজন জয়নাথ গুপ্তা (৫৯)। এর মধ্যে প্রথমজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় এবং দ্বিতীয়জন হিলি থানা এলাকার বাসিন্দা। তাঁদের কাছে থেকে ১৫৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট, ২১ হাজার টাকা নগদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
advertisement
জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশে গঙ্গারামপুরের আশ্রমঘাট এলাকায় পৌঁছন। তবে তাঁদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই তা ভেস্তে দেয় পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্দেহজনকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের তল্লাশি করা হলে ১৫৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট, ২১ হাজার টাকা নগদ ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়।
এরপর সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দু’জনকে থানায় নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতদের আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে।
