South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরেই মুশকিল আসান! বালুরঘাটে নতুন রাস্তা আর নিকাশি নালা হচ্ছে একসঙ্গে

Last Updated:

South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে বালুরঘাটে শুরু হল রাস্তা এবং নিকাশি নালা নির্মাণের কাজ। খরচ হবে ৬.৩৭ লক্ষ টাকা।

কাজের সূচনা
কাজের সূচনা
বালুরঘাট, উত্তর দিনাজপুর, অনুপ সান্যাল: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে বালুরঘাট শহরে উন্নয়ন শুরু। ৬.৩৭ লক্ষ টাকায় রাস্তা এবং নিকাশী নালা নির্মাণের কাজ শুরু হল। রাজ্যের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের পরামর্শ অনুযায়ী বালুরঘাট পৌরসভায় শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ।
জানা গিয়েছে, মোট ২০টি প্রকল্পে ১ কোটি ২৯ লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজপাড়ায় দুটি রাস্তা ও একটি নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে। বহুদিন ধরেই এই এলাকায় জন যন্ত্রণা ও নিকাশি নালা নিয়ে অভিযোগ ছিল স্থানীয়দের। এবার সেই সমস্যা দূরীকরণে উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement
advertisement
এছাড়াও এলাকায় দুটি রাস্তা তৈরি হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৩৭ হাজার ৯৯৩ টাকা। ইতিমধ্যে কাজের সূচনা হয়ে গিয়েছে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের হাতে। তাঁর বক্তব্য, মানুষের পরামর্শকে প্রাধান্য দিয়েই প্রকল্পগুলির বাস্তবায়ন করা হচ্ছে। ধাপে ধাপে আরও উন্নয়নমূলক কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
advertisement
খুব স্বাভাবিকভাবে দাবি পূরণের জন্য খুশি এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, এলাকায় নিকাশি নালার সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। বর্ষাকালে সমস্যা আরও প্রকট হত। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি, দুটি রাস্তা তৈরি হওয়ার ফলে স্থানীয়দের অনেক সুবিধা হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরেই মুশকিল আসান! বালুরঘাটে নতুন রাস্তা আর নিকাশি নালা হচ্ছে একসঙ্গে
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement