South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরেই মুশকিল আসান! বালুরঘাটে নতুন রাস্তা আর নিকাশি নালা হচ্ছে একসঙ্গে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
South Dinajpur News: 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে বালুরঘাটে শুরু হল রাস্তা এবং নিকাশি নালা নির্মাণের কাজ। খরচ হবে ৬.৩৭ লক্ষ টাকা।
বালুরঘাট, উত্তর দিনাজপুর, অনুপ সান্যাল: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে বালুরঘাট শহরে উন্নয়ন শুরু। ৬.৩৭ লক্ষ টাকায় রাস্তা এবং নিকাশী নালা নির্মাণের কাজ শুরু হল। রাজ্যের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের পরামর্শ অনুযায়ী বালুরঘাট পৌরসভায় শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ।
জানা গিয়েছে, মোট ২০টি প্রকল্পে ১ কোটি ২৯ লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজপাড়ায় দুটি রাস্তা ও একটি নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে। বহুদিন ধরেই এই এলাকায় জন যন্ত্রণা ও নিকাশি নালা নিয়ে অভিযোগ ছিল স্থানীয়দের। এবার সেই সমস্যা দূরীকরণে উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement
advertisement
এছাড়াও এলাকায় দুটি রাস্তা তৈরি হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী এই কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৩৭ হাজার ৯৯৩ টাকা। ইতিমধ্যে কাজের সূচনা হয়ে গিয়েছে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের হাতে। তাঁর বক্তব্য, মানুষের পরামর্শকে প্রাধান্য দিয়েই প্রকল্পগুলির বাস্তবায়ন করা হচ্ছে। ধাপে ধাপে আরও উন্নয়নমূলক কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন : দু’মাসও গেল না, বোলপুরের বিভিন্ন জায়গায় বিকল সিসিটিভি! ভরা পর্যটনের মরশুমে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য
খুব স্বাভাবিকভাবে দাবি পূরণের জন্য খুশি এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, এলাকায় নিকাশি নালার সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। বর্ষাকালে সমস্যা আরও প্রকট হত। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। পাশাপাশি, দুটি রাস্তা তৈরি হওয়ার ফলে স্থানীয়দের অনেক সুবিধা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
December 02, 2025 7:34 PM IST

