South Dinajpur: পিকআপ ভ্যানের দৌরাত্ম্য! বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা, বেপরোয়া গতির বলি তরুণ বাইক চালক

Last Updated:

South Dinajpur News: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত ধুমসাদিঘি এলাকায় পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা বাইকের। প্রাণ গেল বাইক চালক যুবকের।

বাইক দুর্ঘটনা প্রতীকী ছবি
বাইক দুর্ঘটনা প্রতীকী ছবি
বংশীহারী, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধর: বংশীহারী থানার অন্তর্গত ধুমসাদিঘি এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। নিহত যুবকের নাম তন্ময় সরকার (২৫)। বাড়ি বংশীহারীর পাথরঘাটা এলাকায়। শনিবার রাতের দুর্ঘটনায় এলাকায় শোরগোল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুর থেকে ধুমসাদিঘির দিকে অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছিল একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান। সেই সময় উলটো দিক থেকে বুনিয়াদপুরমুখী একটি মোটরবাইক আসছিল। ধুমসাদিঘি এলাকায় পৌঁছতেই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন আরোহী।
আরও পড়ুনঃ  সাতসকালে মেদিনীপুরে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝাই বাস, আহত বহু যাত্রী
খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত বাইক আরোহীকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মাছ বোঝাই পিকআপ ভ্যানগুলির বেপরোয়া গতিই বারবার এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।
আরও পড়ুনঃ পাড়ার কালীপুজোর শোভাযাত্রায় বেরিয়ে কী সর্বনাশ! জেনারেটরের ইঞ্জিনে চুল জড়িয়ে শেষ তরুণী, সামনেই ছিল বিয়ে
এলাকার এক বাসিন্দা গৌতম কুমার মণ্ডল বলেন, “আমাদের এখানে মাছ বোঝাই পিকআপ ভ্যানের দ্রুতগতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজও এক যুবকের প্রাণ গেল। আমরা চাই এখানে ব্যারিকেড বসানো হোক এবং পিকআপ ভ্যানগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur: পিকআপ ভ্যানের দৌরাত্ম্য! বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা, বেপরোয়া গতির বলি তরুণ বাইক চালক
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement