হাতুড়ে দাঁতের ডাক্তারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! স্থানীয়দের মারের পরে গ্রেফতার অভিযুক্ত
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার গাংগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউড়িয়া এলাকায় এক হাতুড়ে দাঁতের চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ, চিকিৎসার নাম করে এক আদিবাসী গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন ওই ব্যক্তি। গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
সুজন সূত্রধর,বংশীহারী,দক্ষিণ দিনাজপুর: সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার গাংগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউড়িয়া এলাকায় এক হাতুড়ে দাঁতের চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ, চিকিৎসার নাম করে এক আদিবাসী গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন ওই ব্যক্তি। গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
জানা গিয়েছে, নছুয়াপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল হক নামে ওই হাতুড়ে দাঁতের ডাক্তার দেউড়িয়ায় এক আদিবাসী পরিবারের বাড়িতে চিকিৎসার উদ্দেশ্যে যান। অভিযোগ, সেই সময় গৃহবধূ ঘরে একা ছিলেন। আশরাফুল হক ঘরে ঢুকে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে দাবি পরিবারের। গৃহবধূর চিৎকার শুনে তাঁর স্বামীসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে ধরে মারধর করেন।
advertisement
ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ এবং গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভতোষ সরকার ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আশরাফুল হককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
স্থানীয় বাসিন্দা বীরেন টুডু জানান, “আমাদের এলাকায় দাঁতের ডাক্তারি করতে এসে এক গৃহবধূর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে ওই হাতুড়ে ডাক্তার। চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।”
advertisement
যদি ক্যামেরার সামনে কিছু বলেননি অভিযুক্ত ডাক্তার।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 10:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
হাতুড়ে দাঁতের ডাক্তারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! স্থানীয়দের মারের পরে গ্রেফতার অভিযুক্ত

