পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুর থেকে ধুমসাদিঘির দিকে অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছিল একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান। সেই সময় উলটো দিক থেকে বুনিয়াদপুরমুখী একটি মোটরবাইক আসছিল। ধুমসাদিঘি এলাকায় পৌঁছতেই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন আরোহী।
আরও পড়ুনঃ সাতসকালে মেদিনীপুরে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রী বোঝাই বাস, আহত বহু যাত্রী
advertisement
খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত বাইক আরোহীকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মাছ বোঝাই পিকআপ ভ্যানগুলির বেপরোয়া গতিই বারবার এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।
এলাকার এক বাসিন্দা গৌতম কুমার মণ্ডল বলেন, “আমাদের এখানে মাছ বোঝাই পিকআপ ভ্যানের দ্রুতগতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজও এক যুবকের প্রাণ গেল। আমরা চাই এখানে ব্যারিকেড বসানো হোক এবং পিকআপ ভ্যানগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”
