South Dinajpur News: বাংলাদেশে পাচারের আগে ভেস্তে গেল প্ল্যান, হাতেনাতে ধরল পুলিশ! নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২

Last Updated:

South Dinajpur News: জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশে আশ্রমঘাট এলাকায় পৌঁছন। তবে তাঁদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই তা ভেস্তে দেয় পুলিশ।

গঙ্গারামপুর থানা
গঙ্গারামপুর থানা
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ সীমান্তে পাচারের আগেই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আশ্রমঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতদের আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আইনুর রহমান (৫৪), এবং অপরজন জয়নাথ গুপ্তা (৫৯)। এর মধ্যে প্রথমজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় এবং দ্বিতীয়জন হিলি থানা এলাকার বাসিন্দা। তাঁদের কাছে থেকে ১৫৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট, ২১ হাজার টাকা নগদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ ফসল তো নয় যেন টাকার খনি! সহজ পদ্ধতিতে সরষে চাষ করে দু’হাতে কামাচ্ছেন কৃষকরা, ১-২ হাজার খরচে লাভ হচ্ছে ৩০-৩৫ হাজার টাকা
জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশে গঙ্গারামপুরের আশ্রমঘাট এলাকায় পৌঁছন। তবে তাঁদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই তা ভেস্তে দেয় পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্দেহজনকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের তল্লাশি করা হলে ১৫৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট, ২১ হাজার টাকা নগদ ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়।
advertisement
advertisement
এরপর সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দু’জনকে থানায় নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতদের আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বাংলাদেশে পাচারের আগে ভেস্তে গেল প্ল্যান, হাতেনাতে ধরল পুলিশ! নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২
Next Article
advertisement
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
  • বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করলেন সিভি আনন্দ বোস। তাঁর কথায়," এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি 'বোস'। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস, আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই

VIEW MORE
advertisement
advertisement