গতকাল গভীর রাতে কালী পুজোর ঠিক আগেই আবার নিষিদ্ধ বাজি সহ দুই জন ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা মহকুমা থানার পুলিশ। নিষিদ্ধ শব্দবাজি সহ দিনহাটা থেকে ধৃত দুই ব্যক্তির নাম আশরাফুল হক ও সুশান্ত মোদক। শুক্রবার গভীর রাতে দিনহাটার মহকুমার বড় আটিয়াবাড়ি ও পুঁটিমারি এলাকায় দিনহাটা মহকুমা থানার পুলিশ অভিযান চালিয়ে দুই জন ব্যাক্তিকে গ্রেফতার করে। এদিন দুই অভিযুক্তকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ ঘোকসাডাঙ্গা কালীপুজোর এবার বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির
দিনহাটা থানা সূত্রের খবর, "উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দ বাজির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা। তবে কথা থেকে এসেছে এই শব্দ বাজি। এবং আরোও করা শব্দ বাজি বিক্রি কিংবা পাচারের সাথে জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে দিনহাটা মহকুমা থানার পুলিশ।" শুধুমাত্র দিনহাটাই নয়। কোচবিহার জেলার অন্যান্য সকল মহকুমা শহরেও প্রায় এক অবস্থা চোখে পড়ছে। কয়েকদিন আগেই মাথাভাঙ্গা মহকুমা থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক শব্দ বাজি সহ গ্রেফতার করে কয়েকজনকে।
আরও পড়ুনঃ সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে!
সেই বাজি গুলি বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বাজি গুলি আটক করে বড় সাফল্য পায় মাথাভাঙ্গা থানার পুলিশ। এই রকম ভাবেই অন্যান্য এলাকা গুলিতেও পুলিশি সক্রিয়তা চোখে পড়ছে নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে। এবছর আলোয় রোশনাইয়ের উৎসব শুধুমাত্র সবুজ পরিবেশ বান্ধব বাজিতেই ভরে উঠুক সেই মর্মে প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে কোচবিহার জেলা পুলিশ।
Sarthak Pandit