Cooch Behar News: সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সিভিক ভলান্টিয়ারকে ধরে মারধর! অভিযোগ উঠল মাথাভাঙ্গা থানার দুই কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে! এই ঘটনার জেরে ইউনিফর্ম খুলে মাথাভাঙ্গা থানার সামনেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল সিভিক পুলিশ কর্মীরা।
#মাথাভাঙ্গা : সিভিক ভলান্টিয়ারকে ধরে মারধর! অভিযোগ উঠল মাথাভাঙ্গা থানার দুই কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে! এই ঘটনার জেরে ইউনিফর্ম খুলে মাথাভাঙ্গা থানার সামনেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল সিভিক পুলিশ কর্মীরা। এই ঘটনার জেরে সাময়িক ভাবে তীব্র চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙ্গা থানা এলাকায়। সূত্র মারফত পাওয়া খবর, বৃহস্পতিবার এক অভিযুক্তকে থেকে গ্রেফতার করতে যাওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে। কিন্তু, সেখানে ভুলবশত একই নামে থাকা অপর একজন ব্যক্তিকে গ্রেফতার করে আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই সাময়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয় সেই এলাকায়।
আর তখন সেখানে কর্মরত থাকা এক সিভিক ভলান্টিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। ঘটনা স্থলে থাকা সেই সিভিক কর্মীর অভিযোগ, "পরে তিনি আবার মাথাভাঙ্গা থানায় ডিউটি করতে আসেন। এরপর থানার কর্তব্যরত দুজন পুলিশ অফিসার তাকে আচমকাই মারধর করেন।" এই ঘটনার কথা প্রকাশ হতেই সমস্ত সিভিক পুলিশ কর্মীরা ইউনিফর্ম খুলে কর্মবিরতির ডাক দেয়। পাশাপাশি দুজন পুলিশকর্মীর শাস্তির দাবিতে তারা মাথাভাঙ্গা থানার সামনেই বিক্ষোভে শামিল হন।
advertisement
advertisement
এই অবস্থান ও বিক্ষোভের খবর পেয়ে মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি, এসডিপিও এবং আইসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। এবং সিভিক পুলিশ কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন। এবং তারপর তাদের বুঝিয়ে বিক্ষোভ থেকে উঠিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনার আসল সত্যিটা ঠিক কি, সেই বিষয় জানতে তদন্ত শুরু করা হবে এমনটা আশ্বাস দিয়েছেন ওনারা। যদি এই ঘটনার সাথে কোন আধিকারিকেরা জড়িত থাকেন। তবে তাদের শাস্তির ব্যবস্থাও করা হবে এমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
October 22, 2022 5:43 PM IST